বিজ্ঞাপন

কলকাতার নেতৃত্ব পেলেন দীনেশ কার্তিক

March 4, 2018 | 12:32 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে কে নেতৃত্ব দেবেন সেটা নিয়ে নানা গুঞ্জন ছিল। গুঞ্জনের শেষটা হলো এবার দীনেশ কার্তিককে দিয়ে। আইপিএলের ১১তম আসরের দায়িত্বটা তাই এবার নিতে হচ্ছে ভারতের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে।
জানুয়ারির নিলামের পর থেকেই বেশ কয়েকজন তারকা ছিলেন অধিনায়কের দায়িত্ব নেবার মতো। শেষমেশ রোববার নাইট রাইডার্সের সিইও ভেনকি মাইসোর ঘোষণা দিয়ে দিলেন, এ বছর কলকাতার অধিনায়ক দীনেশ কার্তিক।

গৌতম গম্ভীরের পর দলের পরিবর্তনকে সামনে রেখে দীনেশ কার্তিকের হাতেই নেতৃত্ব তুলে দিল কেকেআর। সহঅধিনায়কের দায়িত্বটা এবার রবিন উথাপ্পার কাঁধে। গম্ভীরের পর লম্বা সময় দলের দায়িত্ব নিতে পারবে এমন কাউকেই খুঁজছিলেন কেকেআরের প্রধান মাইসোর, ‘গৌতমের পর লম্বা সময় দলের দায়িত্ব নিতে পারবে এমন কাউকেই খুঁজছিলাম। একারণেই ওকে দায়িত্ব দেয়া।’

ক্রিস লিন ও রবিন উথাপ্পার মতো অভিজ্ঞদের এই দায়িত্ব দেয়ার কথা শোনা গেলেও পরে এই দায়িত্বটা এলো কার্তিকের হাতেই। জানুয়ারিতে ফ্র্যাঞ্চাইজি আইপিএলের নিলামে ৭ কোটি ৪০ লাখ রুপিতে দিনেশ কার্তিককে দলে নিয়েছিল কেকেআর। দলের নেতৃত্ব পাওয়ার পর কার্তিক বললেন, ‘গত ১০ মৌসুমেই ক্রমাগত ভালো করছে কেকেআর। দল হিসেবেও দারুণ। দলের নেতৃত্ব পেয়ে আমি সত্যিই খুশি।’

বিজ্ঞাপন

দল নিয়ে প্রত্যাশাও জানিয়েছেন ভারতীয় এই ক্রিকেটার, ‘তরুণ খেলোয়াড় এবং অভিজ্ঞতা মিলিয়ে ভালো দল আছে আমাদের। কোচ জ্যাক ক্যালিসের দিকে তাকিয়ে আছি। বিদেশী ভালো খেলোয়াড়ও আছে আমাদের দলে। গৌতম গম্ভীর যেখানে রেখে গেছেন সেখান থেকেই দলকে আরো এগিয়ে নেয়ার চেষ্টা করবো।’

কেকেআর দলে বল হাতে অনেকটা দায়িত্ব থাকবে অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের উপর। দলে আছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের কমলেশ নাগরকোতিও। তবে এবার ব্যাটিংয়ের দিক থেকে অনেকটা চ্যালেঞ্জ নিতে হবে টিম কেকেআরকে।

কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড: দীনেশ কার্তিক (অধিনায়ক), রবিন উথাপ্পা (সহ-অধিনায়ক), সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, ক্রিস লিন, মিচেল স্টার্ক, কুলদ্বীপ সিং যাদব, পীযুষ চাওলা, নীতিশ রানা, কমলেশ নাগরকোতি, শিভম মাভি, মিচেল জনসন, শাবমান গিল, রঙ্গনাথ বিনয় কুমার, রিংকু সিং, ক্যামেরন ডেলপোর্ট, জাভন সিয়ারলেস, অপূর্ব বিজয় ওয়ানখাদে ও ইশাঙ্ক জাজ্ঞি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন/এএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন