বিজ্ঞাপন

সাকিবের অনুপস্থিতি সুযোগ হিসেবেই দেখছেন মাহমুদউল্লাহ

March 4, 2018 | 2:14 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

সাকিব আল হাসানকে যে নিদাহাস ট্রফিতেও পাচ্ছে না বাংলাদেশ, গুঞ্জনটা বেশ কয়েকদিন থেকেই ভাসছিল হাওয়ায়। তবে তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছে কাল। আজ শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেওয়ার আগেও সাকিব না থেকেও ছিলেন আলোচনায়। অধিনায়ক মাহমুদউল্লাহ মনে করিয়ে দিলেন, সাকিবের না থাকাটা বাকিদের জন্য একটা সুযোগ।

কাল দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে আসেননি মাহমুদউল্লাহ। তখনও অবশ্য সাকিব আনুষ্ঠানিকভাবে ছিটকে যাননি নিদাহাস ট্রফি থেকে। তার অনুপস্থিতিতে শ্রীলঙ্কার সঙ্গে ঘরের মাটিতে যাকে সামাল দিতে হয়েছে, সেই মাহমুদউল্লাহই আরেকবার অধিনায়ক। মাহমুদউল্লাহ সাকিবের এই অনুপস্থিতি বাকিদের জন্য সুযোগ হিসেবেই দেখছেন।

‘সাকিবকে মিস করা অবশ্যই দলের জন্য ক্ষতিকর আমার মনে হয়। ওর মতো চ্যাম্পিয়ন খেলোয়াড়, অপরিহার্য খেলোয়াড় মিস করা অবশ্যই আমাদের জন্য টাফ। তারপরও আমাদের সবার জন্য সুযোগ ভালো কিছু করে দেখানো।’

বিজ্ঞাপন

বিমানে ওঠার আগে পেসার রুবেল হোসেনের কণ্ঠেও প্রায় একই প্রতিধ্বনি, ‘সাকিব ভাই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার। তিনি থাকলে দলের সবার ভেতরে অন্যরকম একটা ফিলিংস কাজ করে। আমাদের প্রতিটি প্লেয়ার যদি নিজেদের পারফরম্যান্স বের করে আনতে পারি তো আমার কাছে মনে হয় না আহামরি কোন সমস্যা হবে।’

আবার জাতীয় দলে ফেরা নুরুল হাসান অবশ্য একটু বাস্তববাদী। সাকিবের অনুপস্থিতিটা যে বড় একটা ক্ষতি, সেটা মেনে নিলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান, ‘সাকিব ভাইয়ের অভাবটা অপূরণীয়। লক্ষ্য থাকবে যেন টিম হিসেবে ভালো খেলতে পারি। তার অভাব পূরণ করা সম্ভব না তবে চেষ্টা থাকবে যতটুকু করা যায়।’

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন