বিজ্ঞাপন

জাফর ইকবালের উপর হামলা: প্রতিবাদে মুখর প্রেসক্লাব চত্বর

March 4, 2018 | 2:53 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডসহ কয়েকটি সংগঠন।

রোববার (৪ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনগুলো মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, ড. জাফর ইকবালের উপর হামলার অর্থ মুক্তিযোদ্ধার সন্তানদের উপর হামলা, শহীদ সন্তান ও তার পরিবারের উপর হামলা। মুক্তিযুদ্ধের চেতনা ও রাষ্ট্রের উপর আঘাত। জাফর ইকবালের উপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করা হোক। এর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা জড়িত-তাদের উভয়ের মুখোশ উন্মোচিত করা হোক।

বিজ্ঞাপন

মানববন্ধনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান, শাহজাদী জাহান মুক্তি, ফাতেমা জলিল সাথী, হাবিবুল্লাহ মেজবাহ এবং কমিটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল করে। মিছিলটি প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে কদম ফুয়ারা মোড় ঘুরে ফের প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

একই সময়ে ড. জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করে জাতীয় যুব ঐক্য নামে আরেকটি সংগঠন। এতে ড. শাহদাত হোসেন, খায়রুল আলম এবং সংগঠনের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

সংগঠনগুলোর পক্ষ থেকে এই হামলার ঘটনায় নিন্দা জানানো হয়। একইসঙ্গে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সংগঠনগুলো।

সারাবাংলা/ইএইচটি/এটি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন