বিজ্ঞাপন

জাফর ইকবালের উপর হামলা, ঘাতক দালাল নির্মূল কমিটির নিন্দা

March 4, 2018 | 3:28 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। রোববার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, “মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের জনপ্রিয় লেখক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরেণ্য অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের উপর জঙ্গি মৌলবাদী সন্ত্রাসীদের কাপুরুষোচিত হামলায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। আমরা এই হামলার তীব্র নিন্দা করি।”

এতে বলা হয়, “মুহম্মদ জাফর ইকবালসহ মুক্তিচিন্তার শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীদের নাম দীর্ঘকাল ধরে জঙ্গি মৌলবাদী সন্ত্রাসীদের হত্যা তালিকায় রয়েছে, যাদের কয়েকজন গত কয়েক বছরে নিহত ও আহত হয়েছেন। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে হেফাজতে ইসলামের প্রধান আহমদ শফী বিশাল খোলা চিঠি লিখে জাফর ইকবালসহ মুক্তচিন্তার লেখক ও বুদ্ধিজীবীদের ‘নাস্তিক’, ‘মুরতাদ’ ঘোষণা করে এ ধরনের হত্যা ও হামলাকে ইসলামের নামে বৈধতা দিয়েছেন যার বিরুদ্ধে সরকারিভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, “আমরা মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার নিবিড় তদন্ত দাবি করছি এবং অবিলম্বে এর নেপথ্য নায়কদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা জাফর ইকবালসহ মুক্তচিন্তার শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীদের বিরুদ্ধে এবং মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে ক্রমাগত বিষোদগার করছে তাদেরও অবিলম্বে গ্রেফতার করে বিচার ও শাস্তি দাবি করছি।”

বিবৃতিদাতারা হলেন বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, ব্যারিস্টার শফিক আহমেদ, বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, বিচারপতি শামসুল হুদা, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, অধ্যাপক অজয় রায়, কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী, লেখক সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী, সাংবাদিক কামাল লোহানী, অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, অধ্যাপক অনুপম সেন, কথাশিল্পী হাসান আজিজুল হক, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, শিল্পী হাশেম খান, শিল্পী রফিকুননবী, অধ্যাপিকা পান্না কায়সার, স্থপতি রবিউল হুসাইন, অধ্যাপিকা মাহফুজা খানম, ক্যাপ্টেন শিহাবউদ্দিন বীরউত্তম, ক্যাপ্টেন আকরাম আহমেদ বীরউত্তম, মেজর জেনারেল মোহাম্মদ আবদুর রশীদ (অব.), ডা. আমজাদ হোসেন, সমাজকর্মী নূরজাহান বোস, কবি রুবী রহমান, ড. নূরন নবী, লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, অধ্যাপক মুনতাসীর মামুন, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, শহীদজায়া সালমা হক, কলামিস্ট সৈয়দ মাহবুবুর রশিদ, শিক্ষাবিদ মমতাজ লতিফ, সাংবাদিক চলচ্চিত্রনির্মাতা শামীম আখতার, অধ্যাপক আবুল বারক আলভী, সমাজকর্মী কাজী মুকুল, সমাজকর্মী খোন্দকার আবদুল মালেক শহীদুল্লাহ, ড. ফরিদা মজিদ, সমাজকর্মী আরমা দত্ত, অ্যাডভোকেট জিয়াদ আল মালুম, অ্যাডভোকেট খন্দকার আবদুল মান্নান, অধ্যাপক আয়েশ উদ্দিন, অধ্যাপক মেজবাহ কামাল, ডা. শেখ বাহারুল আলম, ড. মেঘনা গুহঠাকুরতা, ডা. ইকবাল কবীর, মুক্তিযোদ্ধা মকবুল-ই এলাহী, মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শহীদ, অ্যাডভোকেট আবদুস সালাম, সমাজকর্মী আক্কাস হোসেন, অধ্যাপক মোহাম্মদ সেলিম, অধ্যাপক আবদুল গফ্ফার, কবি জয়দুল হোসেন, ব্যারিস্টার তুরিন আফরোজ, মুক্তিযোদ্ধা কাজী লুৎফর রহমান, সাবেক ফুটবলার শামসুল আলম মঞ্জু, সমাজকর্মী কামরুননেসা মান্নান, সাংবাদিক ফজলুর রহমান, সঙ্গীতশিল্পী জান্নাত-ই ফেরদৌসী লাকী, সাংবাদিক শওকত বাঙালি, উপাধ্যক্ষ কামরুজ্জামান, সমাজকর্মী সরদার জাকির হোসেন খসরু, ডা. নুজহাত চৌধুরী শম্পা, লেখক আলী আকবর টাবী, অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া, সমাজকর্মী চন্দন শীল, অ্যাডভোকেট দীপক ঘোষ, সাংবাদিক মহেন্দ্র নাথ সেন, ডা. মামুন আল মাহতাব, ডা. মোহাম্মদ মুরাদ হাসান, শহীদসন্তান তৌহিদ রেজা নূর, শহীদসন্তান শমী কায়সার, শহীদসন্তান আসিফ মুনীর তন্ময়, শহীদসন্তান তানভীর হায়দার চৌধুরী শোভন, মানবাধিকারকর্মী তরুণ কান্তি চৌধুরী, মানবাধিকারকর্মী আনসার আহমদউল্লা, মানবাধিকারকর্মী স্বীকৃতি বড়ুয়া, ব্যারিস্টার নাদিয়া চৌধুরী, অধ্যাপক সুজিত সরকার, সমাজকর্মী হারুণ অর রশীদ, অ্যাডভোকেট কাজী মানছুরুল হক খসরু, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সমাজকর্মী মো. আমিনুর জামান রিংকু, অ্যাডভোকেট মালেক শেখ, সহকারী অধ্যাপক তপন পালিত, সমাজকর্মী শিমন বাস্কে, সমাজকর্মী শেখ আলী শাহনেওয়াজ পরাগ, সমাজকর্মী সাইফ উদ্দিন রুবেল ।

সারাবাংলা/ইএইচটি/এটি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন