বিজ্ঞাপন

দ্বিতীয় দিনে বিমানের সব ফ্লাইট বাতিল

June 2, 2020 | 3:23 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: দীর্ঘ ২ মাসের বেশি সময় অভ্যন্তরীণ রুটে বন্ধ ছিলো বিমান চলাচল। গতকাল ১ জুন থেকে চালু হয়েছে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল। কিন্তু অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের দ্বিতীয় দিনে বাংলাদেশ বিমান তাদের সব ফ্লাইট বাতিল করেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ জুন) দুপুরে বাংলাদেশ বিমানের ডিজিএম তাহেরা খন্দকার সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যাত্রী সংকটের কারণে বিমান বাংলাদেশ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। গতকালও আমাদের কিছু ফ্লাইট বাতিল করা হয়। কারণ যাত্রী ছিলো না। তবে আমরা আশা করছি আগামীকাল থেকে আমাদের ফ্লাইট চলবে। আজকে চট্টগ্রাম রুটে দুটি, সিলেটে দুটি ও সৈয়দপুরে ২ ফ্লাইট ছিলো। কিন্তু যাত্রী না থাকায় কোন রুটে বিমান যায়নি।

এর আগে, করোনার প্রাদুর্ভাবের কারণে অভ্যন্তরীণ রুটে গত ২৪ মার্চ থেকে বিমানের সব ফ্লাইট চলাচল বন্ধ করা হয়। আর অভ্যন্তরীণ রুটে বিমান চালু হয় গতকাল থেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন