বিজ্ঞাপন

আফগানদের হতাশ করলো স্কটল্যান্ড

March 5, 2018 | 11:29 am

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

 

রাজিন সালেহর রেকর্ড ভেঙে স্কটল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান দলের নেতৃত্ব নিলেন রশিদ খান। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার রেকর্ডের শুরুটাই হলো হতাশা দিয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ডের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হারতে হলো উড়তে থাকা আফগানদের।

রোববার বুলাওয়েতে শুরুতে টস হেরে ব্যাটিংয়ে যায় আফগানিস্তান। ৪৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে আফগানদের সংগ্রহ দাঁড়ায় ২৫৫ রান। জবাবে জয়ের লক্ষ্যে মাঠে নেমে ১৬ বল হাতে রেখেই তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয় স্কটিশরা।

বিজ্ঞাপন

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২১ রানেই ২ উইকেট হারিয়ে বসে স্কটল্যান্ড। এরপর ম্যাকলিওড ও রিচি বেরিংটনের ২০৮ রানের জুটিতে জয়ের অনেকটা কাছেই চলে যায় স্কটল্যান্ড। দলীয় ২২৯ রানে ব্যক্তিগত ৬৭ রানে বেরিংটন ফিরে গেলেও এরপর জর্জ মানসের সাথে জুটি গড়ে ম্যাকলিওড জিতিয়ে দেন দলকে। ১৪৬ বল খরচায় ২৩ চার ও ১ ছক্কায় ইনিংস সর্বোচ্চ ১৫৭ রান নিয়ে অপরাজিত থাকেন ম্যাকলিওড।

বল হাতে রশিদ খান একের পর এক যে চমক দিয়ে যাচ্ছিলেন তার অনেকটাই মলিন হয়ে থাকলো এই ম্যাচে। ৯ ওভারে ৬৮ রান দিয়ে পেয়েছেন মাত্র ১টি উইকেট। ব্যাট হাতেও ফিরেছেন শূণ্য রানে। স্কটল্যান্ডের বিপক্ষে বাকি ২টি পান মুজিব উর রহমান।

এর আগে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৭১ রানেই ৪ উইকেট হারিয়ে বসে আফগানিস্তান। এরপর দলের হাল ধরেন মোহাম্মদ নবী ও নজিবুল্লাহ জাদরান, দুজনের জুটিতে আসে ১৪৯ রান। দলীয় ২২০ রানে ব্যক্তিগত ৬৭ রানে নজিবুল্লাহ আউট হয়ে সাজঘরে ফেরেন। এক রানের ব্যবধানে ব্যক্তিগত ৯২ রানে নবী আউট হলে আর কেউই ঘুরে দাঁড়াতে পারেননি। সব উইকেট হারিয়ে শেষমেশ দলীয় সংগ্রহ দাঁড়ায় ২৫৫ রানে।

বিজ্ঞাপন

স্কটল্যান্ডের ব্র্যাড হুইল ও রিচি বেরিংটন নেন ৩টি করে উইকেট। সাফইয়ান শরিফ ২ উইকেট এবং মার্ক ওয়াট পান ১টি উইকেট।

 

সারাবাংলা/এসএন/ এএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন