বিজ্ঞাপন

সহজ জয়ে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

March 5, 2018 | 2:32 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে জিতে লিড নিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। ডারবানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১১৮ রানে হারিয়েছে অজিরা। ৪১৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়ারা ২৯৮ রানে অলআউট হয়ে যায়।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৩৫১ রান তোলে। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ১৬২। দ্বিতীয় ইনিংসে অজিরা অলআউট হওয়ার আগে তোলে ২২৭ রান। প্রোটিয়ারা দ্বিতীয় ইনিংসে ২৯৮ রান করে সবক’টি উইকেট হারায়।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার ৫১, উসমান খাজা ১৪, স্টিভেন স্মিথ ৫৬, শন মার্শ ৪০, মিচেল মার্শ ইনিংস সর্বোচ্চ ৯৬, টিম পেইন ২৫ আর মিচেল স্টার্ক ৩৫ রান করেন। দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ ৫টি, ভারনন ফিল্যান্ডার ৩টি আর কেগিসো রাবাদা ২টি উইকেট তুলে নেন।

বিজ্ঞাপন

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার ওপেনার এইডেন মার্কারাম ৩২, হাশিম আমলা ০, এবিডি ভিলিয়ার্স ৭১, ফাফ ডু প্লেসিস ১৫, কুইন্টন ডি কক ২০ রান করেন। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ৫টি, নাথান লায়ন ৩টি উইকেট দখল করেন।

দ্বিতীয় ইনিংসে অজি ওপেনার ব্যানক্রফ্ট ৫৩, ওয়ার্নার ২৮, খাজা ৬, স্মিথ ৩৮, শন মার্শ ৩৩, পেইন ১৪ আর প্যাট কামিন্স ২৬ রান করেন। প্রোটিয়া বোলার মহারাজ ৪টি, মরনে মরকেল ৩টি, রাবাদা ২টি, ডিন এলগার ১টি উইকেট দখল করেন।

৪১৭ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে প্রোটিয়া ওপেনার এইডেন মার্কারাম ২১৮ বলে ১৯টি বাউন্ডারিতে করেন ১৪৩ রান। ডিন এলগার, হাশিম আমলা, ডি ভিলিয়ার্স, ডু প্লেসিস দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। ডি ব্রুইন করেন ৩৬ রান। কুইন্টন ডি কক শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৮৩ রান করেন। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ৪টি, জস হ্যাজেলউড ৩টি, প্যাট কামিন্স ১টি, মিচেল মার্শ ১টি করে উইকেট তুলে নেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন