বিজ্ঞাপন

ড্রেসিং রুমের সিঁড়িতে ওয়ার্নার-ডি ককের বিবাদ (ভিডিও)

March 5, 2018 | 4:35 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১১৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। জয়-পরাজয় প্রায় নিশ্চিত হয়েছিল ম্যাচের চতুর্থ দিন। আর এ দিন ডারবানের কিংসমেড স্টেডিয়ামের ড্রেসিংরুমে যাওয়ার সময় দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের সঙ্গে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার বিবাদে জড়িয়ে পড়েন।

ড্রেসিং রুমের সিসিটিভি ফুটেজে এই ঝামেলার দৃশ্য ধরা পড়ে। এবার সেটির তদন্তে নেমেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

সিসিটিভির দৃশ্যে দেখা যায়, ম্যাচের চতুর্থ দিন চা বিরতির সময় কিছু একটা নিয়ে বিবাদে জড়ান ওয়ার্নার-ডি কক। দুই দল যখন ড্রেসিং রুমের সিঁড়ি দিয়ে উঠছে, তখন ব্যাটিংয়ে অপরাজিত থাকা ডি ককের দিকে বার বার তেড়ে যাচ্ছিলেন ওয়ার্নার। এ সময় ওয়ার্নারকে অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ আটকে রাখার চেষ্টা করেন। ডি কক তখনও হাসছিলেন। কিন্তু, ওয়ার্নার ছিলেন নাছোড়বান্দা। পরে স্মিথের সঙ্গে দলের বাকিরা ওয়ার্নারকে থামাতে চেষ্টা করেন।

বিজ্ঞাপন

ঠিক সে সময়ই হইচই শুনে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা বেরিয়ে আসেন সিঁড়িতে। এ সময় ফাফ ডু প্লেসিসকে খালি গায়ে বেরিয়ে আসতে দেখা যায়। সেখানে ছিলেন প্রোটিয়া পেসার কেগিসো রাবাদা। তরুণ এই পেসারও হয়তো বিবাদে জড়িয়ে পড়তে পারতেন। রাবাদাকে বাধা দেন প্রথম ইনিংসে তার বলেই ডি ককের গ্লাভসবন্দি হওয়া অজি উইকেটরক্ষক টিম পেইন। আর ওয়ার্নারকে সতীর্থ উসমান খাজা আটকে রাখেন। পরে ওয়ার্নার-ডি কক দুজন নিজ নিজ ড্রেসিংরুমের দিকে চলে যান।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে জানায়, এমন ঘটনা সিএ আমলে নিয়েছে। সিএ চেষ্টা করছে সত্যিকারের ঘটনা খতিয়ে দেখতে। দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজার মোহাম্মদ মোসাজে জানান, এমন ঘটনা দুঃখজনক। এটা কোনো খেলার স্পিরিট হতে পারে না। ম্যাচ রেফারির সঙ্গে আমাদের এ ব্যাপারে কথা হয়েছে। আইসিসির পরবর্তী পদক্ষেপ পর্যন্ত আমরা অপেক্ষা করবো।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন