বিজ্ঞাপন

জাফর ইকবালের ওপর বহুদিন ধ‌রেই হুম‌কি র‌য়ে‌ছে: ইয়াসমিন হক

March 5, 2018 | 6:33 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

‘জাফর ইকবালের বিরু‌দ্ধে অ‌নেক‌দিন ধ‌রেই এক‌টি হুম‌কি র‌য়ে‌ছে। তার উপর সবার দোয়া আ‌ছে ব‌লেই তি‌নি বে‌ঁচে গি‌য়ে‌ছেন। অ‌নে‌কের উপর এমন হামলা হ‌য়ে‌ছে, কিন্তু কেউ বা‌ঁচে‌নি’ বলে জানান, মুহম্মদ জাফর ইকবালের স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হক।

‌সোমবার বি‌কে‌লে রাজধানীর শাহবা‌গে ড. মুহম্মদ জাফর ইকবালের উপর বর্ব‌রো‌চিত হামলার প্র‌তিবা‌দে এক বি‌ক্ষোভ সমা‌বে‌শে তি‌নি এসব কথা ব‌লেন।

ইয়াসমিন হক ব‌লেন, ‘এখন থে‌কেই স‌চেতন হ‌তে হ‌বে। তার লেখা ২০০ টিরও বে‌শি বই আ‌ছে। এক‌টি বই‌য়ের কোনো লাই‌নে ইসলা‌মের বিরু‌দ্ধে অথবা ধর্ম‌কে ছোট ক‌রে কথা নেই। হামলাকারী ওই ছে‌লে তার কোনো বই প‌ড়েনি। ওই ছে‌লে‌কে ভুল বু‌ঝি‌য়ে র‌্যাডিক্যালাইজড ক‌রে জ‌ঙ্গি করা হ‌য়ে‌ছে। আস‌লে তরুণ‌দের পড়‌তে হ‌বে, তা‌দের বুঝা‌তে হ‌বে। যে ঘটনা‌টি ঘ‌টে‌ছে, তা হওয়া উ‌চিৎ হয়নি।’

বিজ্ঞাপন

জাফর ইকবালের শারী‌রিক অবস্থা প্রস‌ঙ্গে ব‌লেন, তি‌নি ভাল আ‌ছেন। যেভা‌বে সবাই এ‌গি‌য়ে এ‌সে‌ছে, তি‌নি ভাল না থে‌কে পা‌রেন না।

এ ছাড়াও তিনি প্রধানমন্ত্রী‌কে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘তি‌নি অ‌নেক আন্ত‌রিক। অ‌তিদ্রুত জাফর ইকবালের চি‌কিৎসার ব্যবস্থা ক‌রে‌ছেন। চি‌কিৎসকরাও তার অ‌নেক খেয়াল রাখ‌ছেন। জাফর ব‌লে‌ছে- আ‌মি এতো ছোট একজন মানুষ, কিন্তু আমা‌কে দেখ‌তে কত বড় মানুষ আস‌ছেন।’

‘কোনো ধর‌নের ইন‌ফেকশন যা‌তে না হয়, সে জন্য জাফর ইকবালকে আরও সপ্তাহ খা‌নে‌কের মতো হাসপাতা‌লে রাখা হ‌তে পা‌রে। তি‌নি ভাল আ‌ছেন। তা‌কে আরও বিশ্রাম নি‌তে বলা হ‌য়ে‌ছে।’

বিজ্ঞাপন

ড. ইয়াসমিন ব‌লেন, জাফর কাউ‌কে থামা‌তেন না। সবাই তার কাছাকা‌ছি যে‌তে পারতো। তার ক‌ক্ষে সবার প্র‌বে‌শের অনুম‌তি ছিল। তবে আশাক‌রি তি‌নি এখন সতর্ক হ‌বেন। জাফর সব সময় ব‌লেন- ‌শিক্ষার্থীরা আমার সন্তান, তা‌দের এই ভালোবাসা আ‌মি কি-ভা‌বে‌ ফেরত দেব।

সারাবাংলা/এসআর/এমআই

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন