বিজ্ঞাপন

‘সুনির্দিষ্ট নকশা পেলে ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে রেড জোনে লকডাউন’

June 16, 2020 | 6:23 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: এলাকাভিত্তিক সুনির্দিষ্ট নকশা পেলে রেড জোনে ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে লকডাউন কার্যকর করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, আমরা আশা করছি দুয়েকদিনের মধ্যেই চিহ্নিত এলাকাগুলোর নকশা পাব। এরপর এ বিষয়ে কার্যক্রম হাতে নিতে পারব।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে দক্ষিণ নগর ভবন ব্যাংক ফ্লোরে কোভিড-১৯ নিয়ন্ত্রণে জোনিং সিস্টেম বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যবস্থাপনাবিষয়ক কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডিএসসিসি মেয়র শেখ তাপস বলেন, ‘লকডাউন বাস্তবায়নে প্রস্তুতি নেওয়ার জন্যই আমরা আজ সভা করেছি। প্রাথমিক আলোচনার মাধ্যমে কার্যপরিধিগুলো বুঝে নিয়েছি। আশা করছি, দুয়েকদিনের মধ্যে এলাকাগুলো চিহ্নিত হলেই কার্যক্রমগুলো শুরু করতে পারব।’

তিনি বলেন, ‘আমাদের সামগ্রিকভাবে ২৮টি বৃহৎ এলাকায় রেড জোনের কথা জানানো হয়েছে। সেই এলাকাগুলো অনেক বড় এলাকা। আমরা বিষয়টি তাদেরকেও জানিয়েছি। তারাও বিষয়টি অনুধাবন করেছেন। আমরা চাই, যারা শুধু সংক্রমিত তাদেরকে এর আওতায় আনা। বাকিদের জীবন ও জীবিকা স্বাভাবিকভাবে চলতে দিতে হবে। কারণ একটি ওয়ার্ড অনেক বড়। সরকারও চায় না সব এলাকা এর আওতায় আসুক।’

বিজ্ঞাপন

মেয়র বলেন, ‘তারা আমাদের জানিয়েছে, এলাকাকে সুনির্দিষ্ট করতে তাদের আরও দুই/তিনদিন লাগবে। যেদিন আমরা তাদের কাছ থেকে এলাকার জোনভিত্তিক চিহ্নিত অংশ পাব সেদিন থেকে শুরু করে ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে রেড জোনে লকডাউন কার্যকর করতে পারব।’

সারাবাংলা/এসএইচ/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন