বিজ্ঞাপন

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আ.লীগকে অভিনন্দন রাশিয়ার

June 17, 2020 | 10:16 am

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাশিয়ান দূতাবাস থেকে একটি অভিনন্দন বার্তা পাঠানো হয়েছে। আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদ বরাবর রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ইগনাতোভের সই করা অভিনন্দন বার্তাটি মঙ্গলবার (১৬ জুন) দুপুরে দলটির দফতর বিভাগে এসে পৌঁছে।

বিজ্ঞাপন

বার্তায় সুপ্রিম কাউন্সিল অব রাশিয়ার চেয়ারম্যান বরিস ভি. গ্রিজলভ এর পক্ষ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতি দলটির ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানানো হয়।

১৯৪৯ সালের ২৩ জুন জন্ম নেওয়া দলটি এ বছর ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে। পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ নামে এই দলের আত্মপ্রকাশ ঘটলেও পরে তা শুধু আওয়ামী লীগ নাম নিয়ে অসাম্প্রদায়িক সংগঠন হিসেবে বিকাশ লাভ করে।

প্রতিষ্ঠার শুরুতে দলটির নেতৃত্বে ছিলেন মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শামসুল হক। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর ১৯৮১ সালে দেশে ফিরে আওয়ামী লীগ সভাপতির দায়িত্ব নিয়ে দলটির নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/পিটিএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন