বিজ্ঞাপন

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন কে এম হাবিব মারা গেছেন

June 17, 2020 | 2:33 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন কে এম হাবিব উল্লাহ মারা গেছেন। বুধবার (১৭ জুন) ভোরে ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বেশ কিছুদিন ধরে কিডনিজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। শিল্প মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মো. আবদুল জলিল এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে কে এম হাবিব উল্লাহ’র মৃত্যুতে শোক জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু ও শিল্প সচিব কে এম আলী আজম।

শোকবার্তায় শিল্পমন্ত্রী দেশের এসএমই খাতের গুণগত মানোন্নয়ন ও বিকাশে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন হিসেবে কে এম হাবিব উল্লাহর অনবদ্য অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

শিল্পমন্ত্রী বলেন, ‘তার আকস্মিক মৃত্যুতে এসএমইখাতে এক ভিশনারি নেতৃত্বের শূন্যতা তৈরি হলো, যা সহজে পূরণ হবার নয়।’ শোকবার্তায় কে এম হাবিব উল্লাহর রুহের মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান শিল্পমন্ত্রী।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন