বিজ্ঞাপন

বিশ্বকাপের দুই অঙ্কের ক্ষণগণনা

March 6, 2018 | 12:34 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

বিশ্বকাপ, দ্য গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা ওঠার আর মাত্র ৯৯ দিন বাকি। দুরু দুরু বুকে ফুটবলপ্রেমীরা ক্ষণগণনা শুরু করে দিয়েছেন নিশ্চয়ই। বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর বিশ্বকাপের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন ফুটবলপ্রেমীরা। দিন যত যাচ্ছে, ততই বাড়ছে উত্তেজনা।

রাশিয়ায় ফুটবল বিশ্বকাপের সময় এবার দুই অঙ্কে নেমে এসেছে। আগামী ১৪ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। নিজ দেশে নিজেদের মাঠেই ঐ দিন উদ্বোধনী ম্যাচে সৌদি আরবকে আতিথেয়তা দেবে রাশিয়ানরা।

এক মাস ব্যাপী ২১তম বিশ্বকাপ আসরের পর্দা নামবে ১৫ জুলাইয়ের ফাইনালের মধ্য দিয়ে। মস্কোর লুজনিকি স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচ।

বিজ্ঞাপন

এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে আছে ৩২টি দেশ। যেখানে রাশিয়া স্বাগতিক দল হিসেবে এবং বাকি ৩১টি দল বাছাইপর্বের প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে খেলতে নামছে। ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে সর্বমোট ৬৪টি খেলা সম্পন্ন হবে।

রাশিয়া বিশ্বকাপের আট গ্রুপ:
গ্রুপ ‘এ’: রাশিয়া, সৌদি আরব, মিসর, উরুগুয়ে
গ্রুপ ‘বি’: পর্তুগাল, স্পেন, মরোক্কো, ইরান
গ্রুপ ‘সি’: ফ্রান্স, অস্ট্রেলিয়া, পেরু, ডেনমার্ক
গ্রুপ ‘ডি’: আর্জেন্টিনা, আইসল্যান্ড, ক্রোয়েশিয়া, নাইজেরিয়া
গ্রুপ ‘ই’: ব্রাজিল, সুইজারল্যান্ড, কোস্টারিকা, সার্বিয়া
গ্রুপ ‘এফ’: জার্মানি, মেক্সিকো, সুইডেন, দক্ষিণ কোরিয়া
গ্রুপ ‘জি’: বেলজিয়াম, পানামা, তিউনিশিয়া, ইংল্যান্ড
গ্রুপ ‘এইচ’: পোল্যান্ড, সেনেগাল, কলম্বিয়া, জাপান

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন