বিজ্ঞাপন

চট্টগ্রামে করোনা পরীক্ষার ফল জানা যাবে ওয়েবসাইটে

June 21, 2020 | 8:37 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের জন্য নমুনা পরীক্ষার ফল জানাতে ওয়েবসাইট খুলেছে সিভিল সার্জনের কার্যালয়। নমুনা সংগ্রহের সময় যে মোবাইল নম্বর নেওয়া হবে ওয়েবসাইটে প্রবেশ করে ওই নম্বর দিয়েই করোনা পরীক্ষার ফল জানা যাবে।

বিজ্ঞাপন

রোববার (২১ জুন) বিকেলে ওয়েবসাইটটি পুরোদমে চালু হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

সারাবাংলাকে তিনি বলেন, ‘প্রতিদিন ল্যাব থেকে নমুনা পরীক্ষার যে প্রতিবেদন পাওয়া যাবে, সেগুলো ওয়েবসাইটে আপলোড করা হবে। এজন্য ১৫ সদস্যের একটি স্বেচ্ছাসেবী দল কাজ করছে। প্রতিদিন শত শত মানুষ নমুনা পরীক্ষার ফল জানতে সিভিল সার্জন অফিসে আসেন। অনেকে ফোন করেন। এখন থেকে ওয়েবসাইটে বাসায় বসেই করোনা পরীক্ষার ফল জানা যাবে।’

সিভিল সার্জন জানান, www.ysab.info ওয়েবসাইটে ক্লিক করলে নমুনা পরীক্ষার প্রতিবেদন জানা যাবে। সেইসঙ্গে ওয়েবসাইটে করোনা পজিটিভ বা নেগেটিভ ফলাফল পাওয়ার পর পরবর্তী করণীয় সম্পর্কে একটি নির্দেশনা দেখানো হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন