বিজ্ঞাপন

করোনা মোকাবিলায় মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়ার আহ্বান

June 22, 2020 | 8:47 pm

সারাবাংলা ডেস্ক

চট্টগ্রাম ব্যুরো: করোনা পরিস্থিতি মোকাবিলায় মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে মেন্টাল হেলথ অ্যাডভোকেসি অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন।

বিজ্ঞাপন

সোমবার (২২ জুন) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদের কাছে দেওয়া এক স্মারকলিপিতে সংগঠনটি এই দাবি জানিয়েছে।

স্মারকলিপিতে বলা হয়েছে, করোনাকালীন পরিস্থিতিতে মানসিক চাপ, ভয়, দুশ্চিন্তা, উদ্বেগ, হতাশা, একাকীত্ব, বিরাগ, আসক্তি, মনযোগের অভাব, মেজাজ পরিবর্তনের মতো উপসর্গ দেখা যাচ্ছে। মানসিক স্বাস্থ্য ব্যাহত হচ্ছে মরাত্মকভাবে। এর নেতিবাচক প্রভাবে সামাজিক অপরাধ সংঘটিত হচ্ছে। আত্মহত্যার প্রবণতা বাড়ছে। পারিবারিক সহিংসতা, কিশোর অপরাধ বাড়ছে।

এ অবস্থায় করোনা আক্রান্ত ব্যক্তি, আক্রান্তের পরিবারের সদস্য, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ব্যক্তি এবং ঘরে অবস্থানরত শিশু-কিশোর-যুবা, নারী-পুরুষ ও প্রবীণ ব্যক্তিদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার ওপর জোর দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞাপন

কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় সরকারের মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব প্রদান এবং যৌক্তিক অর্থ বরাদ্দ রাখার দাবিও জানিয়েছে সংগঠনটি।

স্মারকলিপি দেওয়ার সময় সংগঠনের সভাপতি শরীফ চৌহান ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল যাত্রা ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমআই

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন