বিজ্ঞাপন

পাটের শাড়িতে প্রধানমন্ত্রী

March 6, 2018 | 3:33 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা : মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাট দিবসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অনুষ্ঠানে অন্যতম চমক ছিল পাটের তৈরি শাড়ি পরে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আসা। শুধু শাড়ি নয়, প্রধানমন্ত্রীর ব্যবহৃত জুতা-ব্যাগও ছিল পাটের তৈরি।

অনুষ্ঠানে তার বক্তৃতায় প্রধানমন্ত্রী উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে বলেন, ‘আমার পরনে যে শাড়ি দেখছেন সেটি পাটের তৈরি। আমার পায়ের জুতাটিও পাট দিয়ে তৈরি। আমি এখানে একটি ব্যাগ নিয়ে এসেছি সেটাও পাটের তৈরি।’

শেখ হাসিনা বলেন,  ‘আশা করি নারীরা পাটের তৈরি ব্যাগ ব্যবহার করবেন। পুরুষরাও পাটের ব্যাগ কিনে তাদের বউদের উপহার দেবেন।’

বিজ্ঞাপন

পাট দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে পাটের উৎপাদন বাড়াতে সরকারের পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘বিএনপি ৯১ সালে ক্ষমতায় আসার পর বিশ্বব্যাংকের সঙ্গে একটি চুক্তি করে। এতে বাংলাদেশের বহু পাটকল বন্ধ হয়ে যায়। ফলে বিশ্ববাজারে আড়াই লাখ বেল পাট রফতানির সুযোগ হারায় বাংলাদেশ। ওই বাজার দখল করে ভারত।’

বিজ্ঞাপন

‘৯৬ সালে আমরা ক্ষমতায় আসার পর পাটের ওপর গবেষণা শুরু করি এবং পাট পণ্য উৎপাদনের ক্ষেত্রে গুরুত্ব দিই। এতে পাটের উৎপাদন বাড়ে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও ২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি সরকার আবারও আদমজী জুট মিল বন্ধ করে দেয়। ফলে এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় এক কোটি মানুষ সমস্যায় পড়ে।’

তিনি বলেন, ‘পাটশিল্পের ওপরে পাকিস্তানের হুমকি ছিল। কিন্তু বিএনপির ক্ষেত্রে এটা কেন? আমরা জানি এটা কেন। তাদের মধ্যে পিয়ারে পাকিস্তান কাজ করে। তারা পাকিস্তানের পদলেহন করতেই বেশি পছন্দ করে। এ দেশের স্বাধীনতায় তাদের বিশ্বাস নেই। এ কারণেই এ দেশে শিল্পের অগ্রগতির বিষয়েও তাদের ভ্রূক্ষেপ নেই।’

‘২০০৮ সালে ক্ষমতায় আসার পর পাটপণ্যের দিকে গুরুত্ব দিল আওয়ামী লীগ সরকার। পাটের উৎপাদন বাড়ানোর পাশাপাশি কীভাবে পাটপণ্যের বহুমুখি ব্যবহার বাড়ানো যায় সেদিকে ‍দৃষ্টি দিল সরকার’ বলেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

আজ (৬ মার্চ) জাতীয় পাট দিবস। পাট পন্যের ব্যবহার বাড়ানো এবং দেশ ও বিদেশের বাজারে পাট ও পাটপন্য রপ্তানি বাড়ানোকে লক্ষ্য রেখে সারাদেশে দিবসটি উদযাপন করা হচ্ছে।‘সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’প্রতিপাদ্যে দিবসটি উদযাপন করা হচ্ছে।

পাট দিবস উপলক্ষে রাজধানীকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। পাট পণ্যের বহুমুখি ব্যবহারকে নানা চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

সারাবাংলা/আইএ/একে

আরও পড়ুন :

পাটশিল্প ধ্বংস করেছে বিএনপি
সোনালি আঁশ ফিরছে নানা রূপে
পাটের নতুন জাত, উৎপাদন বাড়বে ২৫ ভাগ

 

 

 

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন