বিজ্ঞাপন

২০১৫’র পর সেঞ্চুরি, টপকে গেলেন গাঙ্গুলি-দিলশানকে

March 6, 2018 | 4:17 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি ওয়ানডে বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল খেলেছিলেন সেই মহাকাব্যিক ২১৫ রানের ইনিংস। এরপর দেশের জার্সিতে আর কোনো সেঞ্চুরি ছিল না। আজ খেললেন ১২৩ রানের ইনিংস। ২০১৫ সালের পর ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে এটাই তার প্রথম সেঞ্চুরি।

বোর্ডের সঙ্গে ঝামেলা থাকায় গেইল বেশ কিছুদিন ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে খেলেননি। আবারো নিয়মিত হয়েছেন জাতীয় দলে।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ওপেনিংয়ে নেমে গেইল করলেন ওয়ানডে ক্যারিয়ারের ২৩তম সেঞ্চুরি। তার ৯১ বলের ইনিংসে ছিল সাতটি চারের মার। আর ছিল ১১টি ছক্কার মার।

বিজ্ঞাপন

এই সেঞ্চুরির মধ্যদিয়ে গেইল টপকে গেলেন শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান আর ভারতের সৌরভ গাঙ্গুলিকে। দুইজনই করেছিলেন ২২টি করে সেঞ্চুরি। ২৫টি করে সেঞ্চুরি নিয়ে গেইলের ওপরে আছেন কুমার সাঙ্গাকারা, এবিডি ভিলিয়ার্স। ২৬টি সেঞ্চুরি আছে হাশিম আমলার। সনাথ জয়সুরিয়া করেছেন ২৮টি সেঞ্চুরি। ৩০টি সেঞ্চুরির মালিক রিকি পন্টিং। আর ভারতের বিরাট কোহলির দখলে ৩৫টি সেঞ্চুরি। সর্বোচ্চ ৪৯টি সেঞ্চুরি নিয়ে তালিকায় শীর্ষে শচীন টেন্ডুলকার।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন