বিজ্ঞাপন

বগুড়ায় যমুনার পানি বিপৎসীমার ২৫ সেমি উপরে

June 28, 2020 | 10:52 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বগুড়া: গত কয়েকদিনের প্রবল বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিজ্ঞাপন

রোববার (২৮ জুন) পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, যমুনার পানি ২৪ ঘণ্টায় ৩৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ার ফলে চরাঞ্চলে চালুয়াবাড়ী, কর্নিবাড়ী, কুতুবপুর, চন্দনবাইশা, কাজলা কামালপুর ও সারিয়াকান্দি সদর ইউনিয়নের নিম্নাঞ্চলের পাট, ধানসহ ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

এদিকে রোববার সকালে বগুড়া জেলা প্রশাসক ফযেজ আহাম্মদ ও সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেল মিয়া বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন।
চালুয়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী জানান, পানি বৃদ্ধির ফলে ওই ইউনিয়নে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কবলে পড়ায় ইতোমধ্যে ৪ শতাধিক বাড়ি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও বহুলাডাঙা কমিউনিটি ক্লিনিক, আাউচারপাড়া প্রাথমিক বিদ্যালয় ও কাকালিহাতাপ্রজামে মসজিদ নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

বন্যা মোকাবিলা রোববার দুপুরে সারিয়াকান্দি উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়ার সভাপতিত্বে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বন্যা পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় সরকারি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়রাম্যানরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন