বিজ্ঞাপন

করোনা মোকাবিলায় চিকিৎসা সরঞ্জাম দিল চীন

June 29, 2020 | 8:55 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে সহায়তার জন্য চীন সরকার চিকিৎসা সরঞ্জামাদি দিয়েছে। সোমবার (২৯ জুন) ঢাকার চীন দূতাবাসের উপ-প্রধান হুয়ালঙ ইয়ানের কাছ থেকে এসব চিকিৎসা সরঞ্জাম নেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এফ এম বোরহান উদ্দীন।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বার্তায় বলা হয়, করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা জন্য চীন সরকার চিকিৎসা সরঞ্জামাদি দিয়েছে।

এসব সরঞ্জামের মধ্যে রয়েছে- ৯টি হাই-ফ্লো হিটেড রেসপিরেটরি হিউমিডিফায়ার, ১৮টি হাই-ফ্লো হিটেড রেসপিরেটরি হিউমিডিফায়ার সুল্যশন-এ, ১৮টি হাই-ফ্লো হিটেড রেসপিরেটরি হিউমিডিফায়ার সুল্যশন-বি এবং ৯টি হাই-ফ্লো হিটেড রেসপিরেটরি হিউমিডিফায়ার সেলফ।

করোনা মোকাবিলায় এর আগেও চীন সরকার কয়েক দফায় চিকিৎসা সরঞ্জামাদি দিয়েছে বাংলাদেশকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআইএল/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন