বিজ্ঞাপন

সারিয়াকান্দিতে যমুনার পানি বিপৎসীমার ৬০ সেমি উপরে

June 30, 2020 | 2:01 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বগুড়া: কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বগুড়ার সারিয়াকান্দির কাছে যমুনা নদীর পানি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। রোববার (২৮ জুন) দুপুর ১২টা থেকে সোমবার (২৯ জুন) দুপুর ১২টা পর্যন্ত যমুনার পানি ২৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সূত্রে এ সব তথ্যা জানা গেছে।

বিজ্ঞাপন

এদিকে পানি বৃদ্ধির ফলে উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। চালুয়াবাড়ী, কর্নিবাড়ী, কুতুবপুর, চন্দনবাইশা, কাজলা, কামালপুর ও সারিয়াকান্দি সদর ইউনিয়নের নিম্নাঞ্চলের পাট, ধানসহ বেশকিছু ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। ফলে বন্যা কবলিত এলাকার লোকজন নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছে।

চালুয়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী জানান, পানি বাড়ার ফলে ওই ইউনিয়নে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কবলে ইতোমধ্যে ৪ শতাধিক বাড়িঘর অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও বহুলাডাঙা কমিউনিটি ক্লিনিক, আাউচারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাকালিহাতা জামে মসজিদ নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম জানান, উপজেলার ৪ হাজার ৫৮৫ হেক্টর পাট, ৬০ হেক্টর রোপা আমন, ২ হেক্টর মরিচ, ১৫ হেক্টর ভুট্টা ও ৫০ হেক্টর জমির সবজি বন্যা কবলিত হয়েছে।

বিজ্ঞাপন

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সারওয়ার আলম জানান, উপজেলায় ১২ হাজার ৪০০ পরিবারের ৪৭ হাজার ৫৫০ জন মানুষ পানি বন্দি হয়ে পড়েছে।

সারাবাংলা/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন