বিজ্ঞাপন

৭ মার্চের ভাষণের আবেদন এখনো মুছে যায়নি : প্রধানমন্ত্রী

March 6, 2018 | 9:16 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণের আবেদন এখনো মুছে যায়নি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ এখনও আমাদের উজ্জীবিত করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৬ মার্চ) গণভবনে ৭ মার্চের ভাষণকে স্বীকৃতি দানকারী ইউনেস্কোর প্রত্যয়নপত্র হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এই ভাষণ আমাদের এখনও উজ্জীবিত করে। তার প্রমাণ হচ্ছে- ১৯৭৫ সালের পর এই ভাষণ নিষিদ্ধ করা হয়েছিল। আপনারা জানেন যে আমাদের আওয়ামী লীগের নেতা-কর্মীরা ও আমাদের সহযোগী সংগঠন প্রতি ৭ মার্চ, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিনে, ২৬ মার্চ ও ১৫ আগস্ট সব সময় কিন্তু এই ভাষণটি বাজাতো। এই ভাষণটি বাজাতে গিয়ে তারা প্রতিনিয়ত বাধার সম্মুখীন হয়েছে। তখন মিলিটারি ডিকটেটররা ক্ষমতায় এসেছে। তারা এই ভাষণটি বাজাতে দিতো না। আওয়ামী লীগের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়েও ভাষণটি বাজিয়েছে।’

বিজ্ঞাপন

‘আজ স্বীকৃতির মধ্য দিয়ে এই ভাষণ আবার মানুষের কাছে ফিরে এসেছে।’

শেখ হাসিনা বলেন, ‘পৃথিবীতে যত বিখ্যাত ভাষণ রয়েছে, এর মধ্যে মার্টিন লুথার কিংয়ের ভাষণটি ছাড়া বাকি সবগুলোই লিখিত। এর বাইরে একমাত্র বঙ্গবন্ধুর ভাষণটিই লিখিত নয়। এটি সম্পূর্ণ তার নিজের মনের কথা। ইতিহাসে এমন নজির বিরল।’

৭ মার্চের ভাষণ একটি অনন্য দৃষ্টান্ত উল্লেখ করে বলেন, ‘কতো ঘণ্টা, কতো মিনিট এই ভাষণটি বেজেছে কেউ সেটা হিসেব করে বলতে পারবে না, বোধ হয়। পৃথিবীতে বেশিরভাগ ভাষণই একবারের বেশি শোনা হয় না। সেই হিসেবে ৭ মার্চের ভাষণ একটি অনন্য দৃষ্টান্ত।’

বিজ্ঞাপন

এ ছাড়া ৭ মার্চের ভাষণের দিন প্রধানমন্ত্রী নিজেও ভাষণের মাঠে ছিলেন বলে জানিয়েছেন।

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন