বিজ্ঞাপন

পিএসজিকে হারিয়ে শেষ আটে রিয়াল

March 7, 2018 | 10:11 am

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

প্রথম লেগে ৩-১ গোলে পিছিয়ে থেকে খেলতে নেমেছিল পিএসজি। কিন্তু এবার দ্বিতীয় লেগে ঘরের মাঠেই ২-১ গোলে হেরে গেল তারা। দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের পরাজয়ে শেষ ষোলোতেই আবারও থামল পিএসজি, অন্যদিকে দুই লেগে জিতে লিগের কোয়ার্টার ফাইনালে উঠে গেল রিয়াল মাদ্রিদ।

পিএসজি মাঠ পার্ক ডে প্রিন্সেসে মঙ্গলবার রাতের ম্যাচে নেইমার ছাড়া অনেকটাই অপূর্ণ মনে হচ্ছিল। তবে ঘরের মাঠে প্রথমার্ধে ভালো প্রতিরোধই গড়েছিল ফরাসি ক্লাবটি। প্রথমার্ধে কোনো গোল পায়নি দুদলই।

অবশ্য ম্যাচের ১৮ মিনিটেই স্বাগতিকদের জালে বল জড়ানোর সুযোগ এসেছিল রিয়ালের। লুকাসের ক্রসে অধিনায়ক সার্জিও রামোসের জোরালো শট ঝাঁপিয়ে পড়ে থামিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক। ম্যাচের ৩৮ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও স্বাগতিকদের জালে বল জড়ানোর সুযোগ হাতছাড়া করেন করিম বেনজেমা।

বিজ্ঞাপন

প্রথমার্ধের শেষের দিকে ভালো সুযোগ হারিয়েছে স্বাগতিকরাও। আর্জেন্টাইন উইঙ্গার ডি মারিয়ার নেয়া শট গোলরক্ষক ঠেকিয়ে দিলেও এরপর সুযোগ কাজে লাগাতে পারতেন ইনজুরি থেকে ফেরা এমবাপে। বল পেয়ে গোলরক্ষক বরাবর বল মেরে সুযোগ নষ্ট করলেন তিনি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামতেই শুরু হয় আরেক আয়োজনের। আতশ বাজিতে পুরো স্টেডিয়ামে উল্লাস করতে থাকে পিএসজি সমর্থকরা। কিছুক্ষণ খেলা বন্ধ থাকলেও এরপর শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচের ৫১ মিনিটে গোল করে বসেন সান্তেয়াগো বার্নাব্যুতে জোড়া গোল করা পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ভাসকেজের ক্রসে লাফিয়ে উঠে হেডে বল জালে জড়ান রোনালদো। এই গোলে টানা নয় ম্যাচে গোল পেয়ে আরেক কীর্তি এলো রোনালদোর ঝুলিতে।

পিছিয়ে থাকা পিএসজি আরো পিছিয়ে গেলো ম্যাচের ৬৬ মিনিটে। ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মার্কো ভেরেত্তিকে। পিএসজিকে ম্যাচে ফেরান এডিনসন কাভানি। ম্যাচের ৭১ মিনিটে ডি মারিয়ার বাঁ পায়ের ক্রসে ডি-বক্সে হাভিয়ের পাস্তোরের হেড থেকে কাসেমিরোর পায়ে লেগে বল ফিরে এলেও, কাভানির হাঁটুতে লেগে বল চলে যায় রিয়ালের জালে।

বিজ্ঞাপন

তবে ম্যাচের ৮০ মিনিটে স্বাগতিকদের আশায় গুড়েবালি দিয়ে রিয়ালের হয়ে দ্বিতীয় গোল করেন কাসেমিরো। পরে আর গোল হয়নি, টানা তিনটি চ্যাম্পিয়নস লিগের স্বপ্নও তাই বেঁচে রইল জিনেদিন জিদানের।

 

সারাবাংলা/এসএন/এএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন