বিজ্ঞাপন

রোনালদোর সামনে অন্যরকম রেকর্ডের হাতছানি

March 7, 2018 | 2:43 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে পিএসজি বাধা টপকেছে রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ৫-২ অ্যাগ্রিগেটে এগিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জিদান-রোনালদোরা। পর্তুগিজ আইকন রোনালদো পিএসজির মাঠেও গোল করেছেন। আগের লেগে নিজেদের ঘরের মাঠেও গোল করেছিলেন।

লা লিগায় নিষ্প্রভ থাকলেও মৌসুমের শুরু থেকে চ্যাম্পিয়ন্স লিগের আসরে দুর্দান্ত রোনালদো। এবার চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে টানা ৯ ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো।

পিএসজির মাঠে ম্যাচের ৫১ মিনিটের মাথায় রিয়ালকে লিড পাইয়ে দেন রোনালদো। ৭১ মিনিটের মাথায় পিএসজির উরুগুইয়ান তারকা এডিনসন কাভানি দলকে সমতায় ফেরান। এরপর ৮০ মিনিটে রিয়ালকে জয় পাইয়ে দিতে গোল করেন ক্যাসেমিরো।

বিজ্ঞাপন

দলের হয়ে প্রথম গোলটি করার মাধ্যমে রোনালদো স্পর্শ করেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কিংবদন্তি রুড ভ্যান নিস্তেলরয়ের টানা ৯ ম্যাচে গোল করার রেকর্ড।

রোনালদো এই মৌসুমে খেলেছেন আটটি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। ৮ ম্যাচ থেকে করেছেন ১২ গোল। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে করেছিলেন দুটি গোল। তখন থেকেই প্রতিটি ম্যাচে গোল পেয়েছেন রোনালদো। টানা ৯ ম্যাচ গোল করে এখন তার গোল সংখ্যা ১৪টি।

নিস্তেলরয় ২০০৩ সালে টানা ৯ ম্যাচে করেছিলেন ১২ গোল। সেদিক থেকে রোনালদো গোলের সংখ্যার দিক দিয়ে ছাড়িয়ে গেছেন নিস্তেলরয়কে।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে আরও একটি রেকর্ড করেছেন রোনালদো। প্রতিপক্ষের মাঠে (অ্যাওয়ে ম্যাচে) সবচেয়ে বেশি ৫৩টি গোল করার রেকর্ডও গড়েছেন রিয়ালের এই প্রাণভোমরা। রিয়াল মাদ্রিদের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে ৯৬ ম্যাচে তার ঝুলিতে ১০২ গোল।

কোয়ার্টারে ওঠা রিয়ালের জার্সিতে যদি প্রথম ম্যাচেই গোল করতে পারেন রোনালদো, তাহলে তিনিই হবেন একমাত্র ফুটবলার যিনি চ্যাম্পিয়ন্স লিগের আসরে টানা ১০ ম্যাচ গোল করার কীর্তি গড়বেন।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন