বিজ্ঞাপন

অধিনায়কত্ব ফিরে পেলেন গম্ভীর

March 7, 2018 | 3:20 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

অধিনায়কত্বের দায়িত্বটা কিন্তু ঠিকই আছে, দলটাই শুধু বদলেছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের ঘরে দুই শিরোপা দিয়ে এবার ঘরের ছেলে ঘরেই ফিরলেন। কেকেআরের পর ফের দিল্লি ডেয়ারডেভিলসের দায়িত্ব পেলেন গৌতম গম্ভীর।

আইপিএলের ১১তম আসরে এবার কলকাতা ছেড়ে দিল্লি ডেয়ারডেভিলসে ফিরেছেন গৌতম। ২০০৮ থেকে ২০১০ মৌসুমেও এই দলে (দিল্লি) ছিলেন বাঁহাতে ঝলক দেখানো এই ভারতীয় ব্যাটসম্যান।

গেল সাত বছরে কলকাতা নাইট রাইডার্সের হয়েই সার্ভিস দিয়েছেন গৌতম গম্ভীর। এবার তাকে ছেড়ে দিয়েছে কলকাতা। রিটেইন খেলোয়াড় হিসেবে সুনীল নারাইন, আন্দ্রে রাসেলকে রাখলেও গম্ভীরকে রাখা হয়নি। এমনকি নিলামের ম্যাচ কার্ড ব্যবহার করেও তাকে দলে টানেনি কলকাতা।

বিজ্ঞাপন

৭ বছর কলকাতায় খেলা গম্ভীর ২০১২ ও ২০১৪ তে দলকে শিরোপা এনে দিয়েছিলেন। তিনবার প্লে-অফ পর্যন্তও নিয়েছিলেন টিম কেকেআরকে।

কলকাতার জার্সিতে ১২২ ম্যাচ খেলে ৩ হাজার ৩৪৫ রান করা গম্ভীরের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রূপি। জানুয়ারিতে এবারের আসরের নিলামের আগে ২ কোটি ৮০ লাখ রূপিতে গম্ভীরকে দলে নেয় দিল্লি। অধিনায়কের দায়িত্বটা যে এবার গম্ভীরেই কাঁধে আসছে সেটা আগে থেকেই বোঝা যাচ্ছিল। বুধবার দিল্লি ডেয়ারডেভিলস আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে সেটাই জানিয়েছে, অধিনায়কের দায়িত্বটা এবার গম্ভীরকেই নিতে হচ্ছে। এবার নতুন চ্যালেঞ্জ নিয়ে দিল্লিকে কি পাইয়ে দেবেন তা সময়ই বলে দেবে।

অধিনায়কত্ব পেয়ে বেশ খুশি গম্ভীর, ‘দিল্লি ডেয়ারডেভিলসের ফের অধিনায়কের দায়িত্ব পেয়ে আমি গর্বিত। দায়িত্ব থাকবে নিজের শহরকে এগিয়ে নেওয়ার। বিশ্বাস করি সব খেলোয়াড় মিলে ভালো একটা দল হবে আমাদের। কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে দারুণ কাজ করা যাবে।’

বিজ্ঞাপন

কোচ রিকি পন্টিংও বেশ খুশি অধিনায়ক হিসেবে গৌতমকে পেয়ে, ‘দীর্ঘসময় ধরেই আইপিএলে অধিনায়কত্ব করে আসছে গৌতম। ব্যক্তিত্বের দিক থেকেও অসাধারণ সে। দলের জন্য এটা বেশ কাজে দেবে। আমাদের দলের অধিনায়ক হিসেবে পেয়ে ফ্র্যাঞ্চাইজি তাকে নিয়ে গর্বিত।’

দিল্লির স্কোয়াড: অধিনায়ক গৌতম গম্ভীর (২.৮ কোটি), ঋষভ পন্ত (১৫ কোটি, রিটেইন), ক্রিস মরিস (১১ কোটি, রিটেইন), শ্রেয়াস ইয়ার (৭ কোটি, রিটেইন), গ্লেন ম্যাক্সওয়েল (৯ কোটি), , জেসন রয় (১.৫ কোটি), কলিন মুনরো (১.৯ কোটি), মোহম্মদ সামি (৩ কোটি), কাগিসো রাবাদা (৪.২ কোটি), অমিত মিশ্র (৪ কোটি), পৃথ্বী শ (১.২ কোটি), রাহুল তেওয়াটিয়া (৩ কোটি), বিজয় শঙ্কর (৩.২ কোটি), হার্ষাল প্যাটেল (২০ লাখ), শাহবাজ নাদিম (৩.২ কোটি), ট্রেন্ট বোল্ট (৩.২), ড্যানিয়েল ক্রিস্টিয়ান (১.৫ কোটি), নামান ওঝা (১.৪ কোটি), গুরকিরাত সিং মান (৭৫ লাখ), আভিষ খান (৭০ লাখ), অভিষেক শর্মা (৫৫ লাখ), জয়ন্ত যাদব (৫০ লাখ), সন্দীপ লামিচান (২০ লাখ), মনজুর কালরা (২০ লাখ), শ্রেয়ান ঘোষ (২০ লাখ)।

সারাবাংলা/এসএন/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন