বিজ্ঞাপন

হোম ম্যাচের বাড়তি সুবিধা কাজে লাগাতে চান তপু

July 14, 2020 | 8:15 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

ঢাকা: যত দিন যাচ্ছে ততই কাছে আসছে বাংলাদেশের বিশ্বকাপের অমীমাংসিত বাছাইপর্বের মিশন। অক্টোবর থেকে করোনা বিরতির পর ফিরতে চলেছে জাতীয় ফুটবল দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আগামি মাস আগস্ট থেকে শুরু হবে আইসোলেশন ক্যাম্প। তবে বাকী চার ম্যাচের তিনটিই হোম ম্যাচের সুবিধা পাচ্ছে বাংলাদেশ। এই বাড়তি সুবিধাটা কাজে লাগিয়ে ভাল ফল করতে চান দলের তারকা ডিফেন্ডার তপু বর্মন।

বিজ্ঞাপন

হোম ম্যাচের তিন ম্যাচে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে আফগানিস্তান, ভারত এবং ওমানকে। তিন ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট নেয়াই লক্ষ্য থাকবে বাংলাদেশের। এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার।

৮ অক্টোবর আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্ব। তার আগে ছয় সপ্তাহ প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে বাংলাদেশ। আত্মবিশ্বাস গড়তে এই সময়টাকে যথেষ্ট মনে করেন তপু, ‘আমরা তিন মাসের ও বেশি সময় ধরে প্রশিক্ষণের বাইরে আছি। আশা করছি আগস্ট মাসে আমাদের ক্যম্প টি শুরু হবে এবং আমরা তৈরি হবার জন্য যথেষ্ট সময় পাবো।’

ঘরের মাঠে ম্যাচে বাড়তি সুবিধাকে কাজে লাগাতে চান তপুরা। তপুর কণ্ঠে জয়ের আশাবাদ, ‘হোম ম্যাচ হওয়ার কারণে আমরা কিছু অতিরিক্ত সুবিধা পাবো। আফগানিস্তানের সাথে আমরা ভালো খেলে ও শেষ মুহূর্তে হেরে গিয়েছিলাম তাজিকিস্তান এ কিন্তু দলগত ভাবে তুলনা করতে হলে আমরা তাদের চেয়ে এগিয়ে থাকবো। আমরা দেশের বাইরের ম্যাচগুলোতে ভালো খেলেছি তাই আমরা আশা করছি আমরা হোম ম্যাচে ও ভালো করবো। আমি একটি পজিটিভ ফলাফল আশা করছি।

বিজ্ঞাপন

ভারতের সঙ্গে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে জিততে জিততে ড্রয় নিয়ে ফিরেছিল বাংলাদেশ। ঘরের মাঠে জয়ে মাঠ ছাড়তে চান তপু, ‘আমরা ভারতের সাথে ওদের হোম ম্যাচে জয়ের খুব কাছাকাছি গিয়ে ও দুর্ভাগ্যবশত হেরে গিয়েছিলাম। সেখানে তাদের বিপক্ষে ভালো খেলাটা এবার পজিটিভ ভূমিকা রাখবে। আমরা ওদের সম্পর্কে জানি, ওদের বিপক্ষে খেলেছি। আমি তাদের সাথে আমাদের কোন পার্থক্য খুঁজে পাই নি। আমাদের উভয় ই সমান অবস্থানে রয়েছি। এর পাশাপাশি আমরা হোম ম্যাচের অতিরিক্ত সুবিধা পাচ্ছি।’

ভারত-আফগানিস্তান ছাড়াও শক্তিশালী ওমানের বিপক্ষেও আশাবাদী তপু, ‘আমরা জানি যে ওমান একটি শক্তিশালী প্রতিপক্ষ। আমরা তাদের মাটিতে ১-৪ গোলে পরাজিত হই। আমি মনে করি সেটিই ছিলো কোয়ালিফায়ার্সের সব থেকে কঠিন ম্যাচ ছিল। আমরা আমাদের দেশের বাইরে খেলেছি আর এবার ওমান ওদের দেশের বাইরে খেলতে আসছে। ওমানের বিপক্ষে আমাদের দলের সকলেই ভালো খেলার চেষ্টা করবো।’

ওমানের বিপক্ষে ভাল ফল করতে দলগত পারফরম্যান্সের দিকে নজর দিতে হবে বলে মনে করেন তপু, ‘আমি মনে করি, তাদের বিপক্ষে দলগতভাবে ভালো খেলতে পারলে আমরা পজিটিভ ফলাফল পাবো। সব শেষে আমি আমাদের তিনটি ম্যাচেই ভালো ফলাফল এর ব্যাপারে আশাবাদী।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএইচ

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন