বিজ্ঞাপন

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনে ঢামেক হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ

July 19, 2020 | 8:04 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (১৯ জুলাই) দুপুরে হাসপাতাল চত্বরে এই কর্মসূচি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএএম নাসির উদ্দিন।

বিজ্ঞাপন

পরিচালক নাসির উদ্দিন বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়। সেই ধারাবাহিকতায় হাসপাতাল চত্বরে কয়েকটি গাছ লাগানো হয়েছে। এর মধ্যে দু’টি গাছ ছিল ‘পিত চাম্বল’। যেটা শতবর্ষ আয়ুসম্পন্ন গাছ। আগামী কয়েকদিন এই কর্মসূচি চলবে।’

পরিচালক আরও বলেন, ‘আমি হাসপাতালে থাকবো না। কিন্তু গাছ দু’টি যেন এখানে একশত বছর বেঁচে থাকে। এ রকম সবাই যেন তার বাড়ির আশেপাশে গাছ লাগায়। গাছ আমাদের জাতীয় সম্পদ।’

গাছ লাগানো কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সের সোসাইটির সহ সভাপতি মো. রাসেল, স্বাধীনতা নার্সেস পরিষদের মহাসচিব ইকবাল হোসেন সবুজ, স্বাধীনতা নার্সেস পরিষদের যুগ্ন মহাসচিব মাজহারুল ইসলাম জুয়েল, এবং বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা নার্সিং কলেজ শাখার আহ্বায়ক শাহিন সরকারসহ সংগঠনের নেতারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন