বিজ্ঞাপন

রাজধানীর খাল দিয়ে ছোট নৌযান চলবে: নৌ পরিবহন প্রতিমন্ত্রী

July 23, 2020 | 5:04 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানী ঢাকার চারপাশের নদ-নদী তীরগুলো অবৈধ দখলমুক্ত হয়েছে। দূষণমুক্ত করার পরিকল্পনায়ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। এখন ঢাকার খালগুলো পুনরুদ্ধার হলে ছোট নৌযান চলাচলের ব্যবস্থা করা হবে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ২২ জুলাই) বিআইডব্লিউটিএ কর্তৃক উচ্ছেদকৃত স্থান তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদী তীরে সীমানা পিলার ও তীররক্ষা কার্যক্রম নৌপথে পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে এ সব কথা বলেন। পরিদর্শনকালে তিনি পূর্বাচলের হরদি বাজার এলাকায় গাছের চারা রোপণ করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ঢাকা শহরের খালগুলো দখল ও দূষণমুক্ত করতে ঢাকা সিটি করপোরেশন ও ঢাকা ওয়াসার যে ধরনের সাপোর্ট দেওয়ার কথা ছিল সেটি গত দেড় বছরে পাইনি। বর্তমান ঢাকা দক্ষিণ সিটির মেয়র খালগুলোর দখল ও দূষণমুক্ত করতে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছেন, শক্ত অবস্থানে রয়েছেন। সমন্বিতভাবে কাজ করে খালগুলোর প্রবাহ ঠিক রাখতে পারব এবং দূষণমুক্ত করতে পারব। মাস্টারপ্ল্যান অনুযায়ী কাজ হলে শুধু ঢাকার চারপাশে নয়, ঢাকার মধ্যকার খালগুলো দিয়ে ছোট ছোট নৌযান চলার সুযোগ হবে।’

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘নদীর সীমানা নির্ধারণ করে ফেলেছি। সীমানা পিলার, ওয়াকওয়ে, তীররক্ষা কার্যক্রম চলমান আছে। কাজ শেষ হলে ডকইয়ার্ডসহ অন্যান্য অবৈধ স্থাপনা সরে যেতে বাধ্য। ডকইয়ার্ড স্থানান্তর করা হবে, এ ক্ষেত্রে মালিকরা সহযোগিতা চাইলে তা দেওয়া হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/একে

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন