বিজ্ঞাপন

টি-টোয়েন্টি ব্লাস্টে লিচেস্টারশায়ারে মোহাম্মদ নবী

March 8, 2018 | 2:17 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

ইংল্যান্ডের ঘরোয়া কাউন্টি ক্রিকেট লিগ টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার সুযোগ পেলেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবী। বিদেশি কোটায় আসন্ন মৌসুমে টি-টোয়েন্টির এই জমজমাট আসরে নবীবে নিয়েছে লিচেস্টারশায়ার। নবীর সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে লিচেস্টারশায়ার।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিয়মিত পারফরমার নবী খেলেছেন সিলেট রয়েলস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চিটাগং ভাইকিংসের জার্সিতে। সম্প্রতি অস্ট্রেলিয়ার ঘরোয়া বিগ ব্যাশ লিগে (বিবিএল) মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলেছেন তিনি। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারো সানরাইজার্স হায়দারাবাদের প্রতিনিধিত্ব করবেন তিনি। এই দলেই খেলবেন সাকিব আল হাসান।

নতুন দল লিচেস্টারশায়ার প্রসঙ্গে নবী জানান, ‘লিচেস্টারশায়ার সম্পর্কে আমি ভালো কিছুই শুনেছি। দলের প্রধান কোচ পল নিক্সনের সঙ্গে কাজ করতে এবং ইংলিশ কাউন্টি ক্রিকেটে ভালো কিছু করার জন্য আমি মুখিয়ে আছি।’

বিজ্ঞাপন

দলের কোচ নিক্সন জানান, ‘ক্রিকেটে নবীর মান সম্পর্কে সব কিছুই আমার জানা আছে। তার অন্তর্ভুক্তি আমাদের মিডল অর্ডারে বড় ধরনের প্রভাব ফেলবে এবং একজন অফ ব্রেক বোলার হিসেবে তার নিয়ন্ত্রণ ও দক্ষতা বেশ কার্যকর হবে।’

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন