বিজ্ঞাপন

শেখ হাসিনাকে ফোন করেছেন ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী

March 9, 2018 | 1:08 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা : ত্রিপুরার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শপথ নেওয়ার আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন।

ফোনালাপে ত্রিপুরার উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন বিপ্লব কুমার দেব। এছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কিছুক্ষণ আলাপ করেন তারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার উন্নয়নে বাংলাদেশের পক্ষ থেকেব সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরার জনগণের সহযোগিতার কথা স্মরণ করেন।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথও নিয়েছেন বিপ্লব কুমার দেব। ত্রিপুরার রাজধানী আগরতলার আসাম রাইফেলস ময়দানে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া বিজেপি থেকে নির্বাচিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

চাঁদপুরের কচুয়া উপজেলার সন্তান বিপ্লব দেব। উপজেলার সহদেবপুর পূর্ব ইউনিয়নের মেঘদাইর গ্রামের হিরুধন দেব ও মিনা রানি দেবের একমাত্র ছেলে বিপ্লব কুমার দেব।

মুক্তিযুদ্ধের সময় তার মা-বাবা ত্রিপুরা চলে যান। এরপর তারা সেখানেই স্থায়ী বাসিন্দা হয়ে যান।

বিপ্লব দেবের কাকা প্রাণধন দেব কচুয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বর্তমান সভাপতি।

বিজ্ঞাপন

গত ১৮ ফেব্রুয়ারি ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।  ত্রিপুরার বনমালিপুর আসন থেকে লড়েন বিপ্লব। সেই নির্বাচনে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে বিজেপি ৬০টি আসনের মধ্যে ৪৩টি আসন পায়। বিপ্লব কুমার দেব নিজেও একটি আসনে বিশাল ব্যবধানে জয়লাভ করেন।

গতকাল শনিবার ত্রিপুরাসহ তিন রাজ্যের বিধানসভার নির্বাচনের ফল ঘোষণা হয়।

বিপ্লব দেব ত্রিপুরা রাজ্য বিজেপির দায়িত্ব পান ২০১৬ সালে ৭ জানুয়ারি।

সারাবাংলা/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন