বিজ্ঞাপন

ভুল করা শিক্ষিকার গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য

August 14, 2020 | 6:59 pm

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

এ করোনাকালে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে ক্লাশ নিয়েছেন। অভ্যস্থ না থাকায় শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষকরাও নানাধরণের ভুল করেছেন। এরকম এক শিক্ষিকার অংকে ভুল করা নিয়ে হয়েছে ট্রল। কিন্তু কেউ এর পেছনের গল্প জানতে চায়নি। এরকমই গল্পে গৌতম কৈরী নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য ‘করোনাকাল’।

বিজ্ঞাপন

ঈদে টেলিভিশন চ্যানেলে প্রচারিত স্বল্পদৈর্ঘ্যটি বর্তমানে দেখা যাচ্ছে জি সিরিজের ইউটিউব চ্যানেলে। এতে জুটি বেঁধেছেন ইয়াশ রোহান ও নাদিয়া মিম। এর গল্প লিখেছেন শাওন কৈরী।

গৌতম কৈরী বলেন, এ গল্পে করোনাকালে আমাদের জীবনে ঘটে যাওয়া নানান অসঙ্গতির কথা বলার চেষ্টা করেছি। টিভিতে প্রচারের পর দর্শকদের থেকে পজেটিভ রেসপন্স পেয়েছি। এখন ইউটিউবে দেখা যাচ্ছে, আশা করছি দর্শকরা আরও বেশি পছন্দ করবেন স্বল্পদৈর্ঘ্যটি।

‘করোনাকাল’-এ ইয়াশ রোহান ও নাদিয়া মিম ছাড়া আরও অভিনয় করেছেন নরেশ ভুঁইয়া ও শিল্পী সরকার অপু। আলফা আই-এর ব্যানারে এটি প্রযোজনা করেছেন শাহরিয়ার শাকিল। স্বল্পদৈর্ঘ্যটি মূলত ‘ঘরবন্দী সম্পর্কের গল্প’ সিরিজের অংশ হিসেবে নির্মিত।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস/

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন