বিজ্ঞাপন

ধোনিকে মিস করবেন কোহলি-মুশফিকরা

August 16, 2020 | 6:05 pm

স্পোর্টস ডেস্ক

মহেন্দ্র সিং ধোনি গতকাল (শনিবার ১৫ আগস্ট) সন্ধ্যায় হঠাৎ-ই ইনস্টাগ্রামে লিখে দিলেন ‘আমাকে অবসরপ্রাপ্ত ক্রিকেটার ধরে নিন’। তারপর থেকেই সাবেক ও বর্তমান ক্রিকেটাররা শুভেচ্ছা জানাচ্ছেন ধোনিকে। অন্তর্জাতিক ক্রিকেটে ধোনির অর্জন ও অবদানকে স্মরণ করে পোস্ট করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রতিযোগিতাটিতে ধোনিকে মিস করবেন বলেছেন মুশফিকুর রহিম, বিরাট কোহলিরা।

বিজ্ঞাপন

ধোনির বিদায়ে মুশফিকুর রহিম সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘খেলাটির একজন কিংবদন্তি। একজন দুর্দান্ত নেতা, দারুণ উইকেটকিপার, দুর্দান্ত ফিনিশার, একজন দারুণ মানুষ, এত এত গুণাবলী…আপনাকে স্যালুট এবং ধন্যবাদ মাহি ভাই।’

ধোনির বিদায় আবেগী করেছে ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলিকে। কোহলি লিখেছেন, ‘সব ক্রিকেটারকে একদিন এই ভ্রমণ শেষ করতে হবে। কিন্তু খুব কাছের কেউ যখন এই ঘোষণা দেয়, আবেগটা আরও বেশি ছুঁয়ে যায়। দেশের জন্য আপনি যা করেছেন, তা সবসময় সবার হৃদয়ে থাকবে…।’

ধোনির নেতৃত্বে ক্যারিয়ারের শেষভাগে এসে বিশ্বকাপ জেতা শচীন টেন্ডুলকার লিখেছেন, ‘এমএস ধোনি, ভারতীয় ক্রিকেটে তোমার অবদান অমূল্য। একসঙ্গে ২০১১ বিশ্বকাপ জেতা আমার জীবনের সেরা মুহূর্ত। জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য তোমার ও তোমার পরিবারের জন্য শুভকামনা।’

বিজ্ঞাপন

বীরেন্দ্রন শেবাগ লিখেছেন, ‘তার মতো একজন খেলোয়াড় থাকা, মিশন ইম্পসিবল। এমএসের মতো না কেউ আছে, না কেউ ছিল, না কেউ আসবে। খেলোয়াড় আসবে, আবার চলে যাবে। তবে তার মতো শান্ত লোক আর আসবে না।’

সাকিব আল হাসান লিখেছেন, ধোনি ছিলেন অনুপ্রেরণা, ‘বিদায় মহেন্দ্র সিং ধোনি। খেলার মাঠে আপনি ছিলেন নিঃসন্দেহে একজন দুর্দান্ত খেলোয়াড় এবং শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স দিয়ে আপনি অনুপ্রাণিত করেছেন লাখো মানুষকে। আপনার সুন্দর ভবিষ্যতের জন্য রইল শুভকামনা।’

পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার স্মরণ করেছেন ক্রিকেটে ধোনির অবদান, ‘মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে। তাকে ছাড়া ক্রিকেটের গল্পটা কখনোই পূর্ণতা পাবে না। কী একজন কিংবদন্তি!’

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধোনির নেতৃত্বে খেলা রবিচন্দ্রন অশ্বিন লিখেছেন, ‘কিংবদন্তি সবসময় তার নিজস্ব স্টাইলে অবসর নেয়। এমএস ধোনি ভাই, আপনি দেশের জন্য সবকিছু দিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, ২০১১ বিশ্বকাপ জয়, চেন্নাইয়ের হয়ে আইপিএল জয়, সবসময় আমার স্মৃতিতে থাকবে। ভবিষ্যতের জন্য শুভকামনা।’

সারাবাংলা/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন