বিজ্ঞাপন

অব্যাহত ঝড়-বৃষ্টির পূর্বাভাস

August 17, 2020 | 11:22 am

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: দেশের অধিকাংশ স্থানে সোমবার (১৭ আগস্ট) দিনভর হালকা থেকে মাঝারী ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বিজ্ঞাপন

তবে, কোথাও কোথাও বজ্রসহ মাঝারী থেকে ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে অধিদফতর।

এ ব্যাপারে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস সারাবাংলাকে জানিয়েছেন, গত কালকের মত আজও দেশের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। দিনের বেশির ভাগ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও সূর্যেরও দেখা মিলবে।

মৌসুমী বায়ুর প্রভাবে এমন বৃষ্টিপাতে দেশের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, দুপুর ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর,পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ, দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে।

অন্যদিকে, আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজও সে ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচ/একেএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন