বিজ্ঞাপন

কোভিড-১৯: নিউজিল্যান্ডে নির্বাচন পেছাল ১ মাস

August 17, 2020 | 12:14 pm

আন্তর্জাতিক ডেস্ক

নভেল করোনাভাইরাস সংক্রমণের মুখে নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচন এক মাস পিছিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। খবর বিবিসি।

বিজ্ঞাপন

সেপ্টেম্বরের ১৯ তারিখ অনুষ্ঠেয় ওই নির্বাচন এখন নতুন সময়সূচি অনুসারে অনুষ্ঠিত হবে অক্টোবরের ১৭ তারিখ।

এদিকে সোমবার (১৭ আগস্ট) এ সংক্রান্ত এক বক্তব্য প্রধানমন্ত্রী বলেন, উদ্ভূত পরিস্থিতিতে সকল দল নতুন করে তাদের নির্বাচনি পরিকল্পনা সাজাতে পারবে বলে মন্তব্য করেছেন।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনও এই নয় সপ্তাহের মধ্যে নির্বাচন আয়োজনের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে পারবে। তবে, নির্বাচন আর পেছানোর কোনো সুযোগ নেই।

বিজ্ঞাপন

এর আগের সপ্তাহে, নতুন করে ভাইরাস সংক্রমণের মুখে নিউজিল্যান্ডের কয়েকটি বড় শহরে লকডাউন আরোপ করে কর্তৃপক্ষ।

অন্যদিকে, নিউজিল্যান্ডের বিরোধী দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে – প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন অতিরিক্ত সুবিধা পাওয়ার জন্যই নির্বাচন পিছিয়েছেন। এখানে অন্যদলগুলোর কোনো প্রাপ্তি নেই।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন