বিজ্ঞাপন

আবারও নারিন শো, ত্রিনবাগোর টানা দ্বিতীয় জয়

August 21, 2020 | 12:59 pm

স্পোর্টস ডেস্ক

রহস্য স্পিনার হিসেবে আবির্ভাব। কয়েক বছর এই পরিচয়েই ক্রিকেটবিশ্বে রাজত্ব করেছেন সুনিল নারিন। তবে ক্যারিবিয়ান তারকার পরিচয়টা ইদানিং পাল্টে গেছে। গত দু’এক বছর ধরে ওপেনিং করছেন নারিন। তাতে দুর্দান্ত সাফল্যও পাচ্ছেন। পাওয়ার প্লের সুবিধা কাজে লাগিয়ে শুরুতে ধুমধারাক্কা ব্যাটিংয়ে নিয়মিতই রান পেতে দেখা যায় তাকে। কালও পেলেন, যাতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) টানা দ্বিতীয় জয় পেয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স।

বিজ্ঞাপন

জ্যামাইকা তালাওয়াশকে কাল ৭ উইকেটে হারিয়েছে ত্রিনবাগো। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে জ্যামাইকা। ৪২ বলে সর্বোচ্চ ৫৮ রান করেন গ্লেন ফিলিপস। ত্রিনবাগোর হয়ে ৪ ওভারে ১৯ রান খরচায় ১ উইকেট নিয়েছেন নারিন।

পরে জবাব দিতে প্রথম ওভারেই উইকেট হারালেও জিততে কষ্ট হয়নি ত্রিনবাগোর। স্পিনার নারিন যে পুরোপুরি হার্ডহিটার ব্যাটসম্যান হয়ে গেলেন! ওপেনিংয়ে নেমে নারিন মাত্র ৩৮ বলে ৭ চার ২ ছয়ে ৫৩ রান করে যখন ফিরছিলেন ত্রিনবাগো ততোক্ষণে জয়ের কাছাকাছি। এছাড়া কলিন মুনরো তিনে নেমে ৪৬ বলে করেন ৪৯ রান। ১৮.১ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের জন্য ১৩৬ রান তুলে ফেলে ত্রিনবাগো।

দিনের অপর ম্যাচে ডিআর ম্যাথোডে বার্বাডোজকে সাত উইকেটে হারিয়েছে সেন্ট লুসিয়া। বার্বাডোজ প্রথমে ব্যাটিং করতে নেমে ১৮.১ ওভারে ৭ উইকেটে ১৩১ রান তুললে বৃষ্টি হানা দেয়। পরে যখন আবারও খেলা শুরু হলো তখন সেন্ট লুসিয়ার টার্গেট দাঁড়ায় ৫ ওভারে ৪৭ রান। ৩ উইকেট হারিয়ে ৪.১ ওভারে জয় নিশ্চিত করে ফেলে দলটি। সেন্ট লুসিয়ার হয়ে বল হাতে ৪ ওভারে ১৯ রান খরচায় ১ উইকেট নেওয়া মোহাম্মদ নবী ব্যাট হাতে ৬ বলে অপরাজিত ১৫ রান করে ম্যাচ সেরা হয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন