বিজ্ঞাপন

চার ঘণ্টা পর উদ্ধার জিসান, নেওয়া হচ্ছে হাসপাতালে

March 9, 2018 | 10:24 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: রাজধানীর আদাবর এলাকার নবোদয় খালে পড়ে নিখোঁজ হওয়ার চার ঘণ্টা পর শিশু জিসানকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল। শুক্রবার (৯ মার্চ) রাত সোয়া ১০টার দিকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধাকারী ডুবুরিদের একজন সারাবাংলাকে জানান, জিসানকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাকে চিকিৎসার জন্য শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার বিকেলে রাজধানীর আদাবর এলাকার ওই খালে পড়ে জিসান (৫)। শিশুটির বাবা-মায়ের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন এ দুর্ঘটনার পর জানিয়েছিলেন, ফায়ার সার্ভিসের তিন ডুবুরি সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শিশুটিকে খুঁচ্ছেন।

পরে রাত সাড়ে ৯টা দিকে তিনি  জানিয়েছিলেন, খালটিতে অনেক স্রোত। শুরুতে ডুবুরিরা যে অংশে উদ্ধার কাজ চালাচ্ছিল, এখন তার বিপরীত দিকে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। খালটি অনেক গভীর এবং নিচের দিকে অনেক ব্লক আছে।

বিজ্ঞাপন

নিখোঁজ জিসানের বাবা আবুল হাশেম রাত ৯টায় বলেছিলেন, ‘আমি টেলিভিশনে ক্রিকেট খেলা দেখছিলাম। সেখানে শুনলাম, একটি শিশু খাদে পড়ে গেছে। এর কিছুক্ষণ পড়ে আমি শুনি, আমার স্ত্রী আমার বাচ্চা পাচ্ছে না। আত্মীয়-স্বজনের বাড়িতে খুঁজেও তাকে পাওয়া যাচ্ছে না, ৩-৪ ঘণ্টা হলো। এর পরে প্রতিবেশীরা ও বাচ্চার মা বলল, ছেলেটির যে পোশাক পরা ছিল তা খালে পড়া শিশুর সাথে মিলে গেছে। ওর বয়স ছিল ৫ থেকে ৬ বছর।’

রাজধানীর আদাবরে খালে পড়ে শিশু নিখোঁজ

সারাবাংলা/এসআর/এটি/আইজেকে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন