বিজ্ঞাপন

‘মেসি বার্সা ছাড়লে যাবেন ম্যান সিটিতেই’

August 22, 2020 | 4:03 pm

স্পোর্টস ডেস্ক

বায়ার্ন মিউনিখের কাছে ভরাডুবির পর অভিযোগের তীর লিওনেল মেসির দিকে ছুঁড়েছে বার্সেলোনা কর্তৃপক্ষের কেউ কেউ। আর তাই তো স্প্যানিশ গণমাধ্যম থেকে সংবাদ এসেছে বার্সা ছাড়ার চিন্তা করছেন মেসি। এদিকে আবার মেসির বার বার বোর্ডের দেওয়া নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন। তাই তো ডালপালা জন্ম নিয়েছে এই গুঞ্জন থেকে। তবে বার্সেলোনা সভাপতি ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন মেসি বার্সা ছাড়ছেন না, অন্যদিকে মেসির সাবেক সতীর্থ এবং ম্যানচেস্টার সিটির সাবেক খেলোয়াড় ইয়া ইয়া তোরে বললেন, মেসি বার্সা ছাড়লে কেবল নাম লেখাবেন ম্যানচেস্টার সিটিতেই।

বিজ্ঞাপন

চুক্তি নবায়নে রাজি হচ্ছিলেন না বলে লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার গুঞ্জন প্রতি দলবদলেই শোনা যায়। তবে অন্যান্য সময়ের চেয়ে গুঞ্জনটা এখন অনেক বেশি। কয়েক মাস ধরেই ক্লাবের বিভিন্ন ইস্যুাতে হতাশা, বিরক্তি জানিয়ে আসছিলেন মেসি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর নাকি মন বিষিয়ে উঠছে মেসির! এখনই বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছেন আর্জেন্টিনা তারকা। ওদিকে, মেসির জন্য ওত পেতে আছে ইংল্যান্ডের ক্লাবগুলো। তবে বার্সেলোনা সভাপতি জোসেফ মারিয়া বার্তেমেউ বললেন, ক্লাব ছাড়ছেন না মেসি। কোচ হিসেবে রোনাল্ড কোম্যানের আগমনের কথাও বলেছিলেন বার্সা সভাপতি।

বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ জেতার মতো স্কোয়াড নেই- এমন কথা বলেছিলেন মেসি। নেইমারসহ বেশ কয়েকজন ফুটবলারকে দলে ভেড়ানোর দাবি তুলেছিলেন। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ তা পূরুণ করেনি। বিষয়গুলো নিয়ে আগে থেকেই হতাশ মেসি। একবার বাজে পারফরম্যান্সের কারণে খেলোয়াড়দের দোষারপ করা হলে তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন। করোনাভাইরাসের কারণে বেতন কর্তনের বিষয়টি যেভাবে সমাধা করেছিল বার্সেলোনা সেটার বিষয়েও সমালোচনা করেছিলেন মেসি। বেতন কর্তনের কারণে মেসিরা রাজিই ছিলেন। কিন্তু বার্সেলোনার পক্ষ থেকে বলা হয় বাধ্য হয়ে বেতনের একটা অংশ ছাড়তে রাজি হয়েছেন মেসি-সুয়ারেজ-পিকেরা। এতোকিছুর পর বায়ার্ন মিউনিখের পর অমন পরাজয়ে মেসির বার্সা অধ্যায়ের শেষ দেখছেন অনেকেই।

বার্তেমেউ বললেন তেমনটা হচ্ছে না। বার্সেলোনা সভাপতি বলেন, ‘মেসি বার্সায় তার ক্যারিয়ার শেষ করতে চায়, এ কথা সে অনেকবার বলেছে। তার সম্পর্কে কোম্যানের (বার্সেলোনার সম্ভাব্য কোচ) সঙ্গে কথা বলেছি এবং তিনি আমাকে বলেছেন, মেসি হবেন তার পরিকল্পনার স্তম্ভ। ২০২১ সাল পর্যন্ত বার্সার সঙ্গে মেসির চুক্তি আছে। আমি নিয়মিত তার এবং তার বাবার সঙ্গে কথা বলি। তারা জানে, আমাদের একটি শক্তিশালী প্রকল্প রয়েছে, নতুন কোচ আসছেন এবং তার ওপর মেসি ভরসা রাখবে।’

বিজ্ঞাপন

এদিকে ইয়া ইয়া তোরে জানান, ‘আমার মনে হয় মেসি যদি সত্যিই বার্সেলোনা ছাড়েন তাহলে সে অবশ্যই ম্যানচেস্টার সিটিতে যোগ দেবেন। ম্যানচেস্টার সিটির মেসিকে দলে ভেড়ানোর মতো অর্থ আছে। সত্যি বলতে কি বিশ্বের খুব কম ক্লাবই আছে যাদের সামর্থ আছে মেসিকে দলে নেওয়ার। আর সেই ক্লাবগুলোর মধ্যে প্রিমিয়ার লিগের এই ক্লাবটি অন্যতম।’

তোরে আরও বলেন, ‘আমি এখনও বিশ্বাস করছি না যে মেসি বার্সা ছাড়বেন, তবে সত্যিই যদি মেসি বার্সা ছাড়েবন তবে সে ম্যানচেস্টার সিটিতেই নাম লেখাবে। মেসি সিটিতে আসলে প্রিমিয়ার লিগ আরো জমে উঠবে কেননা প্রিমিয়ার লিগ দুর্দান্ত এক লিগ।’

মেসির ম্যানচেস্টার সিটিতে নাম লেখানোর আরও এক কারণ হতে পারে প্রিয় কোচ পেপ গার্দিওলা এবং সিটিজেনদের খেলার ধরন। তোরে বলেন, ‘মেসি যে ধরনের ফুটবল খেলে সিটির হয়ে তেমন খেললে প্রিমিয়ার লিগের অনেক কোচ তার বিপক্ষে ট্যাক্টিস সাজাতে পাছন্দ করবেন। কেননা মেসি আক্রমণ করে সেখানে রয়ে যায়, দলের রক্ষণে সাহায্য করতে ফিরে আসেননা।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন