বিজ্ঞাপন

গাইবান্ধায় বাস ও ভটভটির সংঘর্ষে নিহত ৪

March 10, 2018 | 11:13 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

শনিবার সকাল সাড়ে ৯টায় পলাশবাড়ির দক্ষিণ বন্দর এলাকায় সরকার পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম জানান, শনিবার সকাল সাড়ে ৯টায় রংপুুর-থেকে গোবিন্দগঞ্জগামী এসএন পরিবহন নামের একটি স্থানীয় লোকাল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রাজমিস্ত্রি বহনকারী একটি ট্রলিকে ধাক্কা মারে। এতে ট্রলিতে থাকা ১৯ জন যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়, ১০ জন আহত হন।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার রুদ্রনগর গ্রামের রাজু মিয়া, খসরু মিয়া, আব্দুর রশিদ, ও লোনতলা গ্রামের জাকিরুল ইসলাম।

আহতদের পলাশবাড়ি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে জনের অবস্থা আশংকাজনক।

সারাবাংলা/টিএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন