বিজ্ঞাপন

নবির বিরল কীর্তি

August 28, 2020 | 12:12 pm

স্পোর্টস ডেস্ক

চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগটা (সিপিএল) দারুণই কাটছে মোহাম্মদ নবির। নিয়মিত দারুণ বোলিংয়ের পাশাপাশি দলের প্রয়োজনে রানও করছেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার। কাল বল হাতে দুর্দান্ত এক কীর্তিই গড়লেন নবি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সেন্ট লুসিয়া জুকসের হয়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে চার ওভার বোলিং করে মাত্র ১৫ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন আফগান তারকা। টি-টোয়েন্টিতে নবির ক্যারিয়ার সেরা বোলিং এটা। এতে মাত্র দ্বিতীয় বোলার হিসেবে পাঁচটি আলাদা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে ম্যাচে চার বা তার চেয়ে বেশি নেওয়ার কীর্তিও গড়েছেন তিনি। আগে এই কীর্তি করে দেখাতে পেরেছেন কেবল পাকিস্তানের পেসার সোহেল তানভীর।

সিপিএলের আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল), বিগ ব্যাশ (বিবিপএল) ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ম্যাচে চার বা তার চেয়ে বেশি উইকেট পেয়েছেন নবি।

আফগান তারকার বিরল কীর্তির দিনে ছয় উইকেটের জয় পেয়েছে তার দল সেন্ট লুসিয়া। নবির স্পিন বিষে নীল হয়ে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১০ রানের বেশি তুলতে পারেনি প্রথমে ব্যাটিং করতে নামা প্যাট্রিয়টস। দলটির পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন বেন ডাঙ্ক।

বিজ্ঞাপন

জবাব দিতে নেমে ছয় উইকেট আর ৩২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ফেলে সেন্ট লুসিয়া। ওপেনার রাহকিম কর্নওয়েল ১১ বলে করেন ২৬ রান। নাজিবুল্লাহ জাদরান ২৪ বলে সর্বোচ্চ ৩৩ রান করেছেন। এছাড়া ২৭ বলে ২৭ রানে অপরাজিত ছিলেন রোস্টন চেজ।

সারাবাংলা/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন