বিজ্ঞাপন

প্রাইভেটকারের ধাক্কায় ফ্লাইওভার থেকে নিচে পড়ে শ্রমিকের মৃত্যু

August 30, 2020 | 7:51 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর জুরাইনে প্রাইভেটকারের ধাক্কায় ফ্লাইওভার থেকে নিচে পড়ে আপন (১৮) নামের এক শ্রমিক মারা গেছে।

বিজ্ঞাপন

রোববার (৩০ আগস্ট) বিকেল চারটার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন।

আপন নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ফকিরপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে। সে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় থাকতো।

আপনের সহকর্মী সাগর ইসলাম জানায়, তাদের বাড়ি একই উপজেলায়। গ্রামে আপন স্কুলে পড়াশুনা করতো। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় দুদিন আগে ঢাকায় এসে শ্রমিকের কাজ নেয়। আজ সকাল থেকে ঢাকা টু মাওয়ার জুরাইনের রাস্তায় সে কাজ করছিল। বিকেলের দিকে জুরাইন ফ্লাইওভারে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এ সময় সে ফ্লাইওভার থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন

ঢকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায় মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন