বিজ্ঞাপন

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ১২

March 10, 2018 | 6:09 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শনিবার (১০ মার্চ) সকাল ৯টার দিকে পলাশবাড়ীর ঢাকা-রংপুর মহাসড়কে একটি ও দুপুর ১২টার দিকে জুনদহ এলাকায় অপর দুর্ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

শনিবার সকাল ৯ টায় পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে চারজন নিহত হয়। এতে আহত হয় ১০ জন। এ সময় ঢাকা রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

নিহতরা হলেন গাইবান্ধা পলাশবাড়ির রাজু আহমেদ (২৮), খসরু মিয়া (৩০), রশিদ (৩০), জাকিরুল ইসলাম (৪০)। বাকিদের পরিচয় জানা যায়নি।

এ দিকে, গাইবান্ধার পলাশবাড়িতে রড ভর্তি  ট্রাক উল্টে ঘটনাস্থলে আটজন নিহত হয়। এতে আহত হয় ট্রাকে থাকা ১০ শ্রমিক। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেলে পাঠানো হয়। তাদের পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান,গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় রড বোঝাই ট্রাকটি উল্টে যায়। নিহতরা সবাই ট্রাকের রডের উপরে বসেছিল।

আরও পড়ুন

রডবোঝাই ট্রাক উল্টে ৮ জনের প্রাণহানি
গাইবান্ধায় বাস ও ভটভটির সংঘর্ষে নিহত ৪

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন