বিজ্ঞাপন

দুর্নীতির মামলায় রমজান দম্পতির আগাম জামিন আপিলে বহাল

September 3, 2020 | 12:02 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ রেলওয়ের খুলনা থেকে মোংলা পোর্ট পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পের পরিচালক মো. রমজান আলী ও তার স্ত্রী আগা দিলরুবা পারভীন ইলোরাকে হাইকোর্টের দেওয়া আগাম জামিন বহাল রেখছেন আপিল বিভাগ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বিভাগ দুদকের আবেদন খারিজ করে এ আদেশ দেন।

হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন করেন।

দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রমজান আলী ও তার স্ত্রীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন।

বিজ্ঞাপন

পরে আইনজীবী খুরশীদ আলম খান জানান, গত ১৬ আগস্ট দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপপরিচালক মো. আবুবকর সিদ্দিক বাদী হয়ে পৃথক মামলা দায়ের করেন।

ওই মামলায় জামিন আবেদনের পর গত ২০ আগস্ট হাইকোর্ট বিভাগ তাদের ছয় সপ্তাহের আগাম জামিন দেন। ওই জামিন আদেশ স্থগিত চেয়ে দুদক আপিল বিভাগে আবেদন করে।

গত ২৭ আগস্ট আপিল বিভাগের চেম্বার আদালত আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

তার ধারাবাহিকতায় আজ এ আবেদনের ওপর শুনানি শেষে আপিল বিভাগ দুদকের আবেদন খারিজ করে দেন বলে জানান খুরশীদ আলম খান।

মামলার বিবরণে জানা যায়, রমজান আলীর বিরুদ্ধে মামলায় ২ কোটি ৪৩ লাখ ৮০ হাজার ২৮৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিং আইনে অভিযোগ আনা হয়েছে। তার স্ত্রী আগা দিলরুবা পারভীন ইলোরা ১ কোটি ৮৫ লাখ ৮ হাজার ৬৫৬ টাকার অবৈধ সম্পদের মালিকানা আছে বলে অভিযোগ আনা হয়েছে।

সারাবাংলা/এজেডকে/এমআই

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন