বিজ্ঞাপন

খেলাধুলার মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী

March 10, 2018 | 7:42 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘খেলাধুলার মধ্য দিয়েই জঙ্গিবাদ সন্ত্রাস এবং মাদক নির্মূল করে বাংলাদেশ এগিয়ে যাবে।’

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার (১০ মার্চ) সন্ধ্যায় যুব গেমসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, `আজকে দেশের যুবকরা খেলাধুলায় মনোযোগী হলে দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাস কমে যাবে। যুবকরা খেলাধুলায় জড়িত থাকলে তাদের মনোবল দৃঢ় হবে এবং প্রতিযোগী মনোভাব সম্পন্ন জাতি হিসেবে গড়ে উঠবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমাদের পরিবারের সদস্যরা খেলাধুলায় জড়িত ছিলেন। আমার বাবা ও দাদা খেলাধুলা পছন্দ করতেন। দাদার ফুটবল দলের সাথে বাবার দলের প্রায়ই প্রতিযোগিতা হতো। খেলাধুলাকে এগিয়ে নিতে আমার ভাই শেখ জামাল ও শেখ কামাল অনেক অবদান রেখে গেছে।’

এর আগে সন্ধ্যা পৌনে সাতটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। এরপর বেজে ওঠে জাতীয় সঙ্গীত।  এবং ‘এক ঝলকে বাংলাদেশ যুব গেমস’- এর এভি প্রদর্শনীর পর মাঠে প্রবেশ করেন আট বিভাগের  ক্রীড়াবিদরা।

বিজ্ঞাপন

উদ্বোধনের পর গেমসের মশাল প্রজ্বালন করেন কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ী শুটার আসিফ হোসেন খান। গেমসের মাস্কট ‘তেজস্বী’।

সারাবাংলা/এমএম/এমএইচ/আইজেকে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন