বিজ্ঞাপন

বিস্ময়কর হারের পর অস্ট্রেলিয়া অধিনায়ক বললেন ‘শিক্ষা হয়েছে’

September 5, 2020 | 6:40 pm

স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জয়ের জন্য শেষ ৩৬ বলে ৩৯ রান লাগত অস্ট্রেলিয়ার। হাতে ছিল নয় উইকেট। ভূতুড়েভাবে তারপরও ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয়েছে অজিদের। স্বাভাবিকভাবে কেউই মানতে পারছেন না এমন হার। অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ বললেন, তাদের শিক্ষা হয়ে গেছে!

বিজ্ঞাপন

টপাটপ বেশ কয়েকটি উইকেট হারিয়ে হঠাৎ বিপদে পড়া অস্ট্রেলিয়া শেষ দিকে বাউন্ডারি আদায় করতে পারেনি। এটাই তাদের ভুগিয়েছে বলছেন ফিঞ্চ, ‘আমরা জানতাম ইংল্যান্ড প্রবলভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। তারা খুব ভালোভাবে পরিকল্পনার বাস্তবায়ন করেছে। ১২ থেকে ১৮ ওভার পর্যন্ত আমরা বাউন্ডারি আদায় করতে ধুঁকেছি। এবারই প্রথমবার এরকম হলো না। এটা নিয়ে আমরা কাজ করছি। ছেলেরা শিখছে এবং উন্নতি করছে, এবারও শিক্ষা হয়েছে।’

ইংল্যান্ডের ১৬২ রানের মাঝারি স্কোর তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার দু্ই ওপেনার ১০ ওভারেই তুলে ফেলেন ৯১ রান। এরপরই ছন্দপতন। আদিল রশিদ চার বলের ব্যবধানে স্টিভেন স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েলকে ফিরিয়ে দেন। অ্যালেক্স ক্যারি ও অ্যাস্টন আগারও তাদের দেখানো পথ ধরেন। শেষ দুই ওভারে ১৯ রান লাগত, মার্কাস স্টয়নিস এই সমীকরণ মেলাতে পারেননি। শেষ পর্যন্ত দুই রানে ম্যাচ হেরেছে অস্ট্রেলিয়া।

ফিঞ্চ বলছেন, তার আর ওয়ার্নের উচিত ছিল ম্যাচটা বের করে নিয়ে আসার। হারের জন্য তারা দুজনই দায়ি বলছেন অজি দলপতি, ‘আমি ডেভি (ওয়ার্নার) ও আমাকেই বেশি দায় দেব। আমরা দুজনই ভালো খেলছিলাম, কিন্তু কেউই ম্যাচ জয়ের মতো অবদান রাখতে পারিনি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন