বিজ্ঞাপন

জঙ্গি হামলার দ্রুত বিচা‌রের দা‌বিতে মশাল মিছিল

March 10, 2018 | 8:54 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: সকল জ‌ঙ্গি হামলার দ্রুত বিচা‌রের দা‌বি‌ করেছে জ‌ঙ্গিবাদ ও সাম্প্রদা‌য়িকতা প্র‌তি‌রোধ মোর্চা। শ‌নিবার (১০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর শাহবা‌গের প্রজন্ম চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মশাল মি‌ছিল থেকে এ দাবি করা হয়।

বিক্ষোভ সমাবেশে সংগঠন‌টির আহ্বায়ক ও জ্যেষ্ঠ সাংবা‌দিক আবেদ খান ব‌লেন, ‘আমরা সকল অপশ‌ক্তিকে মোকা‌বিলা করব সংগ্রামের মাধ্য‌মে। সংগ্রামই হ‌বে আমা‌দের শ‌ক্তি। আর আমরা কোনো নতুন চাপা‌তির শিকার হ‌তে চাই না।’

বিজ্ঞাপন

ঢাকা‌ বিশ্ব‌বিদ্যাল‌য়ের উপাচার্য‌ ড. আখতারুজ্জামান ব‌লেন, ‘যারা নিজ ধ‌র্মের প্র‌তি শ্রদ্ধাশীল, তারা অন্যের ধ‌র্মের প্র‌তিও শ্রদ্ধাশীল হয়।’

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ড. জাফর ইকবা‌লের ওপর হামলাকারী এবং ৭ মা‌র্চের বখা‌টেদের ম‌ধ্যে কোনো পার্থক্য নেই।’

বিজ্ঞাপন

প্রখ্যাত সাংবা‌দিক  সৈয়দ ইশ‌তিয়াক রেজা ব‌লেন, ‘আমা‌দের এখন নতুন লড়াই চল‌ছে। আমরা এমন বাংলা‌দেশ চায়নি। যারা ’৭১-এ পা‌কিস্তা‌নের দালাল ছিল, তারা আবা‌রও যুদ্ধ ঘোষণা ক‌রে‌ছে। আজ ধর্ম নি‌য়ে যে অপপ্রচার করা হ‌চ্ছে, তারই প্র‌তিফলন হ‌লো‌ ড. জাফর ইকবা‌লের ওপর হামলা।’

‌তি‌নি আরও ব‌লেন, ‘এখনই সময় দ্বিতীয় মু‌ক্তিযু‌দ্ধের। আমা‌দের এখনই কিছু একটা কর‌তে হ‌বে। কারণ এ কাতা‌রের সাম‌নের দি‌কে আমরা দাঁ‌ড়ি‌য়ে আছি।’

বিজ্ঞাপন

অ্যাড‌ভো‌কেট রানা দাসগুপ্ত ব‌লেন, ‘এক‌টি‌ মহল জয় বাংলা শ্লোগান‌কে দূ‌ষিত করার চেষ্টা কর‌ছে। তারা ৭ই মার্চ জয় বাংলা শ্লোগা‌নের ভি‌ড়ে নারী‌দের লা‌ঞ্চিত ক‌রে‌ছে। আমরা জয় বাংলা শ্লোগান দি‌য়ে দেশ‌কে মুক্ত ক‌রে‌ছি। এ শ্লোগান‌কে যারা দূ‌ষিত করার চেষ্টা কর‌ছে, তারা মোস্তা‌কের প্রেতাত্মা। তাই এই  চক্রান্ত‌কে মোকা‌বিলা ক‌রে দেশ‌কে এগি‌য়ে নি‌তে হ‌বে।’

বি‌ক্ষোভ সমা‌বেশ শে‌ষে শাহবাগ‌ মোড় থে‌কে মশাল মি‌ছিল শুরু হয়। মি‌ছিল‌টি টিএস‌সি হ‌য়ে আবার শাহবা‌গে এসে শেষ হয়।

সারাবাংলা/এসআর/আইজেকে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন