বিজ্ঞাপন

ফ্লাইট জটিলতায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন স্থগিত

September 13, 2020 | 1:52 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: ফ্লাইট জটিলতায় ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন স্থগিত করা হয়েছে। সীমান্ত সম্মেলনের তারিখ পরবর্তী সময়ে জানানো হবে।

বিজ্ঞাপন

রোববার (১৩ সেপ্টেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা টু নয়াদিল্লি ও কলকাতা টু ঢাকাসহ সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে আসন্ন বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন (DGLT)-এ যোগদানের জন্য বিএসএফ প্রতিনিধিদল তাদের নিজস্ব এয়ার ক্রাফট নিয়ে ঢাকায় আসার সিদ্ধান্ত ছিল। কিন্তু চূড়ান্ত সময়ে বিএসএফ এর এয়ার ক্রাফটের কারিগরি সমস্যার কারণে বিএসএফ প্রতিনিধিদল ঢাকায় আসতে পারেননি। ফলে আজকে যে সীমান্ত সম্মেলন শুরু হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনের পরিবর্তিত সময়সূচি অদ্যাবধি নিশ্চিত করা যায়নি। পরে তা জানানো হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/একে

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন