বিজ্ঞাপন

বরিশালে রোগী ধরার ৮ দালাল আটক

September 14, 2020 | 6:21 pm

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বরিশাল: বরিশাল নগরীর বাটার গলিতে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে রোগী ধরার ৮ দালালকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।  গ্রাম থেকে আসা রোগীদের হয়রানি ও অপ্রয়োজনীয় টেস্ট করিয়ে প্রতারণার অপরাধে তাদেরকে আটক করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় এই দালালদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক দালাল চক্রের সদস্যরা হলেন— মো. আলমগীর, মামুন হাওলাদার, মো. আবু, হানিফ হাওলাদার, আনোয়ার হোসেন, শাহিন মৃধা, মো. জামাল ও মো. আনোয়ার।

অভিযানে থাকা সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মুন্সি মুবিনুল হক বলেন, দালালরা রোগীকে প্রতারিত করে তাদের পছন্দের চিকিৎসক বাদ দিয়ে অন্য চিকিৎসকের কাছে নিয়ে যায়। এমনকি টেস্টের ক্ষেত্রে দালালরা কাগজে টিক চিহ্ন দিয়ে রোগীদের বাড়তি টেষ্ট করায়। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি রোগীরা শারীরিক ভোগান্তির শিকার হচ্ছেন। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিসি

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন