বিজ্ঞাপন

নদীগর্ভে বিলীনের পথে সারিয়াকান্দির চরগোদাগাড়ী প্রাথমিক বিদ্যালয়

September 23, 2020 | 10:02 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বগুড়া: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চরগোদাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি গত পাঁচ বছর ধরে বাঙালী নদীর ভাঙনের কবলে পড়ে টিকে থাকলেও এবার নদীগর্ভে বিলীনের পথে। গত কয়েকদিনে নদী ভাঙনে ভবনটির মেঝের কিছু অংশ ধ্বসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বলতে গেলে দাঁড়িয়ে থাকা বিদ্যালয় ভবনটির প্রায় অর্ধেক অংশ এখন বাঙালী নদীতে। ভাঙন অব্যাহত থাকলে যেকোনো মুহূর্তে ভবনটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিয়ে বিদ্যালয় ভবনটি রক্ষার দাবি জানিয়েছে এলাকাবাসী।

বিজ্ঞাপন

এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষব মাহফুজার রহমান বলেন, ‘২০০২ সালে ২০ লাখ টাকা ব্যায়ে নির্মিত বিদ্যালয় ভবনটি পাঁচ বছর আগে নদী ভাঙনের কবলে পড়েছে। এ বছর ভাঙন বেড়ে যাওয়া ভবনটি ঝুঁকির মধ্যে রয়েছে। যেকোনো সময় সেটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।’

ভাঙনের বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার গোলাম কবির বলেন, ‘চরগোদাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি নদী ভাঙনের কবলে পড়ায় ঝুঁকির মধ্যে রয়েছে। উপজেলা প্রশাসনের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে সারিয়াকান্দির কাছে বাঙালী নদীর পানি বিপৎসীমার ২২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। কিন্তু স্রোত বেশি থাকায় ভাঙন দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন