বিজ্ঞাপন

ফের দেখা মিলবে মেসি-রোনালদোর মুখোমুখি লড়াই

October 1, 2020 | 10:29 pm

স্পোর্টস ডেস্ক

একটা সময় নিয়মিতই মুখোমুখি লড়াই করতে দেখা যেতো বর্তমান সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের হয়ে ‘এল ক্লাসিকো’তে মুখোমুখি হতেন দুজন। কিন্তু ২০১৮ সালে রোনালদো রিয়াল ছাড়ার পর সেটা আর দেখা যায়নি। ফুটবল রসিকদের সেই আক্ষেপ এবার ঘুচতে যাচ্ছে।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভাতে অনুষ্ঠিত হয়ে গেল উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র। ড্র’য়ে গ্রুপ ‘জি’তে লিওনেল মেসির বার্সেলোনাকে পেয়েছে রোনালদোর বর্তমান ক্লাব জুভেন্টাস।

গত এক যুগের বেশি সময় ধরে সময়ের সেরা দুই ফুটবলার ভাবা হচ্ছে মেসি-রোনালদোকে। দু’জন মিলে জিতেছেন ১১টি ব্যালন ডি’অর। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের সবচেয়ে সফল ফুটবলারও এই দুজন। রোনালদো ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার আসরটিতে ১৭০টি ম্যাচ খেলে গোল করেছেন ১৩০টি। যা চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড। ১৪৫ ম্যাচে ১১৫ গোল নিয়ে লিওনেল মেসি আছেন গোলদাতাদের তালিকায় দুই নম্বরে।

এদিকে, কঠিন লড়াইয়ের মুখে পড়তে হচ্ছে বর্তমান সময়ের আরেক অন্যতম সেরা ফুটবলার নেইমারকেও। ড্র’তে গ্রুপ ‘এইচ’এ নেইমারের পিএসজি পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন