বিজ্ঞাপন

সরকার বিচার কাজে হস্তক্ষেপ করে না তা প্রমাণিত : আইনমন্ত্রী

March 12, 2018 | 2:47 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আদেশের পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচার বিভাগ স্বাধীন। সরকার বিচার কাজে কোনো হস্তক্ষেপ করে না তা এই আদেশের মাধ্যমে প্রমাণিত হয়েছে।

সোমবার সচিবালয়ে তাৎক্ষণিক মন্তব্যে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া কবে ছাড়া পাবেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আদালতের আদেশের কপি জেলখানায় যাওয়ার পরই কারাগার থেকে তিনি মুক্তি পাবেন। তবে দেখার বিষয় আদালতের আদেশটি ছোট না বড়?’

বিজ্ঞাপন

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সোমবার চার মাসের জামিন পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

খালেদা জিয়ার করা জামিন আবেদনের ওপর শুনানি শেষে আজ সোমবার দুপুরে এ বিষয়ে আদেশের দিন ধার্য ছিল।

আজ আদালতের কার্যক্রম শুরুর পর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার জামিন আবেদন মঞ্জুর করে তাকে চার মাসের জামিন দেন।

বিজ্ঞাপন

অবশ্য গতকাল রোববারই এই আবেদনের আদেশ দেওয়ার কথা ছিল। কিন্তু বিশেষ আদালতের রায়ের নথি হাইকোর্টে না পৌঁছায় আদালত আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করেন। পরে গতকাল দুপুর ১২টার দিকে নিম্ন আদালত থেকে রায়ের নথি হাইকোর্টে এসে পৌঁছে।

সারাবাংলা/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন