বিজ্ঞাপন

মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

March 12, 2018 | 3:10 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

রংপুর জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা, সাবেক সংসদ সদস্য ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা শাহ্ আব্দুর রাজ্জাক মারা গেছেন। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে রংপুরের মাহিগঞ্জ সাতমাথায় নিজ বাড়িতে মারা যান তিনি।

শাহ আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

প্রধানমন্ত্রীর শোক

বিজ্ঞাপন

আব্দুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনবার নির্বাচিত এই সংসদ সদস্যের মৃত্যুতে এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, শাহ্ আব্দুর রাজ্জাকের মৃত্যুতে দেশ ও জাতি একজন দেশপ্রেমিক সংগঠক, সৎ ও নির্লোভ ভাষাসৈনিককে হারালো।

প্রধানমন্ত্রী বলেন, মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহ্ আব্দুর রাজ্জাকের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/আইএ/এমআই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন